অবশেষে বাড়ি ফিরলেন ‘দাদা’ । হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । গতকালই তাঁর বাড়ি ফেরার কথা ছিল কিন্তু উডল্যান্ড হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, তিনি নিজেই নাকি আরও একদিন বিশ্রাম নিতে চান । পরে যদিও জানা গেছে তাঁর কয়েকটি শারীরিক পরিমাপের উপর নজর রাখা হয়েছিল কাল । দেশে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি উডল্যান্ডে গিয়ে সৌরভকে দেখে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার ব্যাপারে জানিয়েছিলেন । তাই কথা মত গতকাল হাসপাতালের বাইরে অজস্র ভক্তের ভিড় জমেছিল তাঁদের উদ্যেশে হাত নাড়িয়ে সকল চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে হাসপাতাল ছাড়েন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তবে দাদার আচমকাই মত বদলে ফেলায় কিছুটা হতাশ হতে হয়েছে তাঁদের । যদিও আজও হাসপাতালের বাইরে ভক্তের সংখ্যা খুব একটা কম ছিলনা । এমনকি মহারাজের বাড়ির সামনেও বহু মানুষের সমাগম লক্ষ করা যায় । আজ তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্যে তাঁর স্ত্রী দোনা গঙ্গোপাধ্যায় এসেছিলেন । হাসপাতাল থেকে বেরিয়ে নিজের চেরি রঙের বিএমডব্লিউ-তে ওঠার আগে সৌরভ বলেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি৷ মনে হচ্ছে নতুন জীবন পেলাম৷ চিকিৎসকদের অসংখ্য ধন্যবাদ৷ এই ক’দিন ধরে ওনারা আমার চিকিৎকা ও যত্ন নিয়েছেন৷ আশা করি আমি দ্রুত কাজে ফিরতে পারব৷’ এরপর সোজা নিজের বেহালার বীরেন রায় রোডের বাড়িতে চলে যান সৌরভ ।
বাড়ি ফিরলেন ‘মহারাজ’ । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 18 Second