বাড়ি ফিরলেন ‘মহারাজ’ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 18 Second

অবশেষে বাড়ি ফিরলেন ‘দাদা’ । হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । গতকালই তাঁর বাড়ি ফেরার কথা ছিল কিন্তু উডল্যান্ড হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, তিনি নিজেই নাকি আরও একদিন বিশ্রাম নিতে চান । পরে যদিও জানা গেছে তাঁর কয়েকটি শারীরিক পরিমাপের উপর নজর রাখা হয়েছিল কাল । দেশে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি উডল্যান্ডে গিয়ে সৌরভকে দেখে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার ব্যাপারে জানিয়েছিলেন । তাই কথা মত গতকাল হাসপাতালের বাইরে অজস্র ভক্তের ভিড় জমেছিল তাঁদের উদ্যেশে হাত নাড়িয়ে সকল চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে হাসপাতাল ছাড়েন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তবে দাদার আচমকাই মত বদলে ফেলায় কিছুটা হতাশ হতে হয়েছে তাঁদের । যদিও আজও হাসপাতালের বাইরে ভক্তের সংখ্যা খুব একটা কম ছিলনা । এমনকি মহারাজের বাড়ির সামনেও বহু মানুষের সমাগম লক্ষ করা যায় । আজ তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্যে তাঁর স্ত্রী দোনা গঙ্গোপাধ্যায় এসেছিলেন । হাসপাতাল থেকে বেরিয়ে নিজের চেরি রঙের বিএমডব্লিউ-তে ওঠার আগে সৌরভ বলেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি৷ মনে হচ্ছে নতুন জীবন পেলাম৷ চিকিৎসকদের অসংখ্য ধন্যবাদ৷ এই ক’দিন ধরে ওনারা আমার চিকিৎকা ও যত্ন নিয়েছেন৷ আশা করি আমি দ্রুত কাজে ফিরতে পারব৷’ এরপর সোজা নিজের বেহালার বীরেন রায় রোডের বাড়িতে চলে যান সৌরভ ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নেতাই কারোর একার সম্পত্তি নয়: দিলীপ । এম ভারত নিউজ

নেতাইয়ের আন্দোলন কারো পৈতৃক সম্পত্তি নয়। তা সাধারণ মানুষের আন্দোলন’। বৃহস্পতিবার বাঁকুড়ার ছাতনায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়ার পর সাতই জানুয়ারি নেতাই দিবসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার লালগড়ে যান শুভেন্দু অধিকারী। অন্যদিকে, তৃণমূলের শহিদ দিবসে যোগ দিতে বুধবার রাতেই […]

Subscribe US Now

error: Content Protected