ফের শুরু দলবদলের খেলা, তৃণমূলে ফিরলেন সৌমেন রায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 18 Second

গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে এসেছিলেন সৌমেন রায়। এমনকি বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের কালিয়াচকে। আজ ফের দলবদল করে ঘরে ফিরলেন তিনি। কাজ হলো না গত দুদিন আগে দিলীপ – শুভেন্দু বৈঠকে। কারণ সেখানে বলা হয়েছিল দলবদল করবেন না আর কোনো কর্মী। শনিবার তৃণমূলের দলীয় ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে নিলেন। বললেন, তৃণমূলে তিনি ছাত্রাবস্থা থেকেই ছিলেন কিন্তু ঘটনাচক্রে তিনি বিজেপিতে যোগ দিয়ে জয়লাভ করেন। উল্লেখ্য বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূলের যোগদান করার পর থেকেই সৌমেন বাবু ফের দলে ফেরবার পরিকল্পনা করছিলেন।

দলবদলের ফলে বাংলার বিজেপি শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ দুই বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদ ত্যাগ করে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। আবার মুকুল রায়, বিশ্বজিৎ দাস, তন্ময় ঘোষ দল পরিবর্তন করেছেন। সেই তালিকায় নতুন সংযোজন সৌমেন রায়। রাজ্যে এখন বিজেপি বিধায়ক ৭৭ থেকে হল ৭১।ভোটের মাস চারেকের মধ্যেই চার বিধায়ক দলত্যাগ করলেন।এদিকে সৌমেন রায়ের তৃণমূলের প্রত্যাবর্তন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিজেপির শীর্ষ নেতৃত্ব। যদিও একবারে চমক না দিয়ে বারবার দলত্যাগ করে বিজেপিতে ভাঙন ধরাচ্ছেন হটাৎ হাওয়ায় ভেসে আসা নেতৃত্বরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গর্ভস্থ ভ্রূণের বেঁচে থাকার অধিকার আছে: কেরল হাইকোর্ট । এম ভারত নিউজ

বেচে থাকার অধিকার কি শুধু জন্মগ্রহণ করা সন্তানের, মায়ের গর্ভে যে প্রাণ তাকে কি বাঁচার অধিকার দেওয়া যায় না? প্রশ্ন তুলল কেরল হাইকোর্ট। উল্লেখ্য কেরল আদালতে এক মহিলার গর্ভপাতের আবেদন করায় তা নাকচ করেছে আদালত পাশাপাশি রায় দিয়েছে ভ্রূণ তৈরির মুহূর্তটি থেকেই প্রাণের সঞ্চার হয় দেহে তাই তাকে হত্যা করা […]
news_1499

You May Like

Subscribe US Now

error: Content Protected