রথ যাত্রার দিনে রাজ্যের বীরভূমের সিউড়িতে ভয়াবহ দুষ্কৃতী হামলায় আহত হল একজন। উৎসবের দিন আজ সকাল থেকে ব্যস্ত শহর এবং শহরতলী গুলি। করোনা বিধি মেনেই চলছে উৎসবের আয়োজন। আর এরই মধ্যে প্রকাশ্য দিবালোকে গুলি চালালো দুষ্কৃতীরা। জানা যায় আজ বীরভূমের সদর শহর সিউড়িতে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাকাতির উদ্দেশ্যে ৪ জন দুষ্কৃতী হামলা করে। আর্থিক প্রতিষ্ঠানটির নিরাপত্তারক্ষীরা তাঁদের প্রবেশে বাধা দেওয়ায় গুলি চালাতে থাকেন তাঁরা। জানা যায় এই কারণে ইতিমধ্যেই আহত হয়েছেন ১ জন। এছাড়াও রাস্তায় চলমান এক বাইক আরোহীকে গানপয়েন্টে রেখে তাঁর বাইক নিয়ে চম্পট দেয় এই ৪ দুষ্কৃতী।

সম্ভবত দীর্ঘদিনের প্লানের পরেই এই আর্থিক প্রতিষ্ঠানটিতে প্রকাশ্য দিবালোকে হামলা চালায় তাঁরা। তবে তাঁদের এই প্ল্যান সফল না হওয়ার কারণে গুলি চালাতে শুরু করেন তাঁরা। যদিও ইতিমধ্যেই এই ৪ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর পরিচয়ের সন্ধানে নেমেছে বীরভূম পুলিশ। পাশাপাশি গোটা এলাকা তল্লাশি করে দেখা হচ্ছে। সদর শহর সিউড়ির সমস্ত সিসিটিভি ফুটেজ গুলিও চেক করা হবে, বলে জানানো হয়েছে পুলিশের তরফে।