Read Time:1 Minute, 17 Second
রাজ্যে আসছেন গৌতম গম্ভীর, তবে উদ্দেশ্যটা একটু আলাদা । মেঠের খেলা নয় রাজনীতির খেলা । আগামী ২২ মার্চ রাজ্যে আসছেন গৌতম বিজেপির হয়ে প্রচার চালাতে । টানা ৮ দফায় রাজ্যে প্রচার কাজ সম্পন্ন করবেন তিনি । এর আগেও তিনি বহুবার বঙ্গে এসেছেন তবে তখন উদ্দেশ্য ছিল খেলা সম্পর্কিত । বাংলাকে এই ক্রীড়াবিদ নিজের বাড়িই মনে করেন বলেই দিল্লি থেকে জানিয়েছেন ইনি । দিল্লির বাইরে এই প্রথম অন্য রাজ্যের প্রচারে আসছেন গম্ভীর । পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামের প্রচারেও হাত লাগাতে পারেন তিনি । বাংলা তথা কলকাতার যারপর নাই তুলনা করেছেন ত্নি । তার কথায়, তিনি যে এখানে জন্মাননি তা তার কখনওই মনে হয়নি । প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পার্কস্ট্রিটের এগ রোল সবই তার ভীষণ প্রিয় ।
