বার বার তালিকা পালটে ফাইনাল লকডাইনের তিথি চুড়ান্ত করা হয়েছে । অযোধ্যা রাম মন্দিরের ভূমি পুজোকে কেন্দ্র করে লকডাউন প্রত্যাহারের কথা উঠলেও কান দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু এর মধ্যেই আবার লকডাউন প্রত্যাহারের চিঠি । আগামী ২০ ও ২৮ আগস্ট লকডাউন প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ছাত্র পরিষদ। ২০ তারিখ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মদিনটি ‘সদ্ভাবনা দিবস’ হিসেবে পালন করেন কংগ্রেস কর্মীরা। আর ২৮ তারিখ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, যা রাজ্য জুড়ে পালিত হয়। তাই ওই দু’দিন লকডাউন না রাখার আর্জি জানানো হয়েছে।
ছাত্র পরিষদের কলকাতা জেলা সভাপতি অর্ঘ গণ জানিয়েছেন, ২০ তারিখ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মদিনে লকডাউন প্রত্যাহার না করলে তারা লকডাউন মানবেন না ।” ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ এই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন।