যাত্রীদের জন্য সুখবর , আজ থেকেই চালু হল ৯ জোড়া স্পেশাল ট্রেন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 54 Second

যাত্রীদের জন্য সুখবর! আজ থেকেই চালু হল ৯ জোরা স্পেশাল ট্রেন। করোনাকালে সংক্রমণ রুখতেই বন্ধ করে দেওয়া হয়েছিল রেল পরিষেবা। তারপর স্বাস্থ্য এবং কয়েকটি জরুরি বিভাগের কর্মচারীদের জন্য শুরু করা হয়েছিল স্টাফ স্পেশাল ট্রেনের সুবিধা। তবে বর্তমানে করোনা সংক্রমণের মাত্রা নিম্নগামী হয় পুনরায় স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় রেল মন্ত্রকের তরফ থেকে। ৯জোরা স্পেশাল ট্রেনের তালিকা নিন্মরুপ :-

১) ০২৩৮৪ আসানসোল-শিয়ালদহ : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।

২) ০২৩৮৩ শিয়ালদহ-আসানসোল : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।

৩) ০৩৫০২ আসানসোল-হলদিয়া : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।

৪) ০৩৫০১ হলদিয়া-আসানসোল : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।

৫) ০৩৫০৬ আসানসোল-দিঘা : ১১ জুলাই থেকে চলাচল শুরু (সপ্তাহে শুধু রবিবার)।

৬) ০৩৫০৫ দিঘা-আসানসোল : ১১ জুলাই থেকে চলাচল শুরু (সপ্তাহে শুধু রবিবার)।

৭) ০৩৪২২ মালদহ টাউন-নবদ্বীপধাম : ৫ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

৮) ০৩৪২১ নবদ্বীপধাম-মালদহ টাউন : ৬ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

৯) ০৩১১৭ কলকাতা-লালগােলা : ৬ জুলাই থেকে চলাচল শুরু (মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার)।

১০) ০৩১১৮ লালগােলা-কলকাতা : ৭ জুলাই থেকে চলাচল শুরু (সােমবার, বুধবার, শুক্রবার, শনিবার)।

১১) ০৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ : ৫ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

১২) ০৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া : ৬ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

১৩) ০৩০১৭ হাওড়া-আজিমগঞ্জ : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

১৪) ০৩০১৮ আজিমগঞ্জ-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

১৫) ০২৩৪৭ হাওড়া-রামপুরহাট : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

১৬) ০২৩৪৮ রামপুরহাট-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

১৭) ০৩০০১ হাওড়া-সিউড়ি : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

১৮) ০৩০০২ সিউড়ি-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন পরিবহন মন্ত্রী । এম ভারত নিউজ

বাড়ছে পেট্রোপণ্যের দাম। আর তাই নিয়ে চরম বিপদগ্রস্ত বাস সংগঠনের মালিকেরা। আর আজ ভাড়া বৃদ্ধি নিয়েই বৈঠকে বসতে চলেছেন পরিবহন মন্ত্রী এবং বাস সংগঠনের মালিকেরা। গত শনিবার পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বৈঠকের কথা ঘোষণা করেছিলেন তিনি। করোনাকালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন ,এবার […]
state_90

Subscribe US Now

error: Content Protected