টিকা নিয়েও করোনা আক্রান্ত নাট্য ব্যক্তিত্ব তথা অভিনেতা কৌশিক সেন ও তাঁর স্ত্রী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 18 Second

দেশজুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে| শুধু তাই নয় বঙ্গেও হানা দিয়েছে করোনা|বাচ্ছা থেকে বুড়ো,নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত কাউকেই রেহাই দিচ্ছেনা এই মারণ ভাইরাস| এই অতিমারী কে ঠেকাতে প্রতি রাজ্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে| বয়স্ক মানুষরা আগে ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাচ্ছেন| কিন্তু ভ্যাকসিন নিয়েও স্বস্তি আছে কি? বোধহয় না! গত ১০ এপ্রিল করোনার টিকা নিয়েছিলেন দু’জনেই । কিন্তু তা সত্ত্বেও করোনা থাবা বসালো দুই দম্পত্তির ওপর|কোভিড আক্রান্ত হলেন টলিউডের এই দুই তারকা দম্পতি,কৌশিক সেন এবং তাঁর স্ত্রী রেশমী সেন। দেশের ভয়াবহ অবস্থা! দৈনিক সংক্রমণ সমস্ত রেকর্ড ছাপিয়ে ৩ লাখ পেরিয়ে গিয়েছে। মাত্র ১ সপ্তাহে দৈনিক সংক্রমণের মাত্রা ২ লাখ থেকে ৩ লাখের গণ্ডি পেরিয়েছে । এই সংকটজনক পরিস্থিতিতে হাসপাতালে বেডের অভাব,অক্সিজেনের হাহাকার|এই মারণ ভাইরাস ক’দিন আগে টলিউডে থাবা বসিয়েছিল।কোভিড আক্রান্ত হয়েছেন একের পর তারকা, সুপারস্টার জিৎ, নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও ।

আক্রান্ত হয়েছেন টলি-অভিনেতা এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও ছেলে উজান গঙ্গোপাধ্যায়ও । এ বার আক্রান্ত হলেন কৌশিক সেন এবং তাঁর স্ত্রী অভিনেত্রী রেশমী সেন। সূত্র মারফৎ জানা গিয়েছে, গত ১০ এপ্রিল দুজনেই করোনা টিকা নিয়েছিলেন। কিন্তু তাতেও তাঁরা করোনার হাত থেকে রেহাই পায়নি| শেষে করোনায় আক্রান্ত হলেন টলিউডের এই তারকা দম্পতি। তাঁরা ১০ এপ্রিল টিকা নেওয়ার পর থেকেই শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন। সেজন্য ওই দম্পত্তি কোভিড টেস্ট ও করান| তারপর নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেনের রিপোর্ট পজেটিভ আসে । এরপর ১৮ এপ্রিল কৌশিকের স্ত্রী রেশমীর ও রিপোর্ট পজেটিভ আসে। সুতরাং, স্বাস্থ্যবিধি মেনে তাঁরা দু’জনেই হোম কোয়ারেন্টাইনে আছেন । এবং শারীরিক অবস্থাও স্থিতিশীল বলেই জানা গিয়েছে|চিকিৎসকদের পরামর্শ মত ওষুধ খাচ্ছেন এবং স্বাস্থ্যবিধি মেনেই চলছেন| কিন্তু এসবের পরেও প্রশ্ন থেকেই যায় এই কোভিড ভ্যাকসিন ঠিক কতটা কার্যকরী?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা যোদ্ধাদের জন্য বিনামূল্যে খাদ্যের ব্যবস্থা সলমানের । এম ভারত নিউজ

করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ নাজেহাল হয়েছে মহারাষ্ট্র । ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকারের তরফ থেকে বেশ কয়েকটি কোভিড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সর্বপ্রথম আংশিক লকডাউন এবং নাইট কারফিউ শুরু হয়েছিল এই রাজ্যে। তারপর ১৪৪ ধারা জারি করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। বর্তমানে এই রাজ্যে মৃত্যুর মিছিল দেখতে পাওয়া যাচ্ছে । […]

Subscribe US Now

error: Content Protected