পাকিস্তান দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে চিঠি যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে। সেখানেই পার্শ্ববর্তী দেশ হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার কথা বলেন তিনি। কিন্তু আশানুরূপ উত্তর আসেনি পাকিস্তানের তরফ থেকে। স্বাধীনতার আগে থেকেই যে দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভারতের কোন বনিবনা ছিলনা আজ স্বাধীনতার এত বছর পর সমস্ত রকম প্রতিবন্ধকতাকে পার করার পরেও সেই দেশের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করাটা মূর্খের পরিচয় দেওয়া।
কিছুদিন আগে করোনা আবহে ভারতের তরফ থেকে বিশ্বের সম্ভাব্য সমস্ত দেশগুলিতে অতিমারি মোকাবেলা করার স্বার্থে ভ্যাকসিন , মাস্ক সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছিল সেই তালিকাতে ছিল পাকিস্তানও। তবে ভারতের তরফ থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে পাকিস্তানের তরফ থেকে তা এগিয়ে আসেনি।
এই দিনের পাঠানো চিঠির পরিবর্তে যে চিঠি পাকিস্তানের তরফ থেকে ভারতে এসে পৌঁছেছে ,তাতে শুরুতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে। তারপর তিনি বলেছেন পাকিস্তান এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা হওয়াটা খুবই দরকার, এটা যেমন ঠিক তেমনি ভারত এবং পাকিস্তানের মধ্যে অভ্যন্তরীণ কাশ্মীর সম্পর্কিত বিষয়গুলির মীমাংসা হওয়া দরকার। কাশ্মীর ইস্যু তুলে এনে ফের আরো একবার তিনি বুঝিয়ে দিলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব নয়।