মমতা সরকারকে ঋণ দেবে বিশ্ব ব্যাংক । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 14 Second

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেন দাতা কর্ন। একের পর এক প্রকল্প, অনুদান, ভাতা সব মিলিয়ে রাজ্যের আর্থিক তহবিল থেকে জলের মত টাকা বেরিয়ে যাচ্ছে।কিন্তু কথায় বলে আয় বুঝে ব্যয় করা উচিত। তাই বেশ আর্থিক অনটনে পড়েছে রাজ্য। এই সংকটের সময়ে আর্থিক সাহায্য করে সরকারকে উদ্ধার করতে এগিয়ে আসতে পারে বিশ্ব ব্যাংক। পশ্চিম বঙ্গ সরকারকে ১২.৫০ কোটি টাকা ঋণ দেওয়ার ভাবনা চিন্তা করছে বিশ্ব ব্যাংক। সংবাদ সংস্থা আইএনএস জানাচ্ছে রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্প গুলিকে এগিয়ে নিয়ে যেতেই এই ঋণ মঞ্জুর করেছে বিশ্ব ব্যাংক। ভারতীয় মুদ্রায় এই ঋণ ৯১২ কোটি টাকা।

কন্যাশ্রী,রুপশ্রী তো আছেই তার সঙ্গে বার্ধক্য ভাতা,বিধবা ভাতা,সহ আরও আর্থিক সহায়তা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর কথামত মহিলাদের মাসিক ৫০০ ও ১০০০ টাকার লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছে।স্বাস্থ্য সাথী,স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ব্যাবস্থাও করা হয়েছে। তার খরচ মেটাতে তহবিলে টান পড়েছে। করোনা মহামারীতে কাটছাট করায় আয় ও অনেক কম রাজ্যের। তাই ঋণ নেওয়ার পরিকল্পনা নিয়েছে মমতা সরকার।

এর আগে মমতা সরকারের কন্যাশ্রী প্রকল্প বিশ্বজোড়া সম্মান পেয়েছে। আরও একাধিক জনদরদী প্রকল্পের মাধ্যমে খ্যাতি অর্জন করেছে সরকার। তাই সরকারের মানুষের জন্য কাজ যেন থেমে না থাকে সেই লক্ষ্যেই ঋণ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাংক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের ইরাকে হামলা আই সিসের । এম ভারত নিউজ

আফগানিস্তানে চলছে তালিবান শাসন। সারা বিশ্ব আতঙ্কিত জঙ্গি হামলার আশঙ্কায়। সেই ভয়কে কয়েক গুণ বাড়িয়ে ইরাকের উত্তর কিরকুরের থেকে ৬৫ কিমি দূরে আল রাসাদ অঞ্চলে একটি চেক পোস্টের সামনে হামলা চালায় আই সিস জঙ্গিরা।শনিবার গভীর রাতে পুলিশ ও সেনাকর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে আহত […]
abroad_1550

Subscribe US Now

error: Content Protected