পাটনায় বিরোধীদের মহাজোট বৈঠকে কী বার্তা দিলেন মমতা-রাহুল। এম ভারত নিউজ

admin

লোকসভা ভোটের আগে আরও একজোট বিরোধীরা। এদিন পাটনাতে বিরোধী দলগুলির বৈঠক ছিল।

0 0
Read Time:3 Minute, 18 Second

লোকসভা ভোটের আগে আরও একজোট বিরোধীরা। এদিন পাটনাতে বিরোধী দলগুলির বৈঠক ছিল। সেখানে অংশ নিয়েছিল তৃণমূল, কংগ্রেস, আপ, আরজেডি, জেডিইউ-সহ বাকি বিরোধী দলগুলি। সেই বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলন হয়। সেখানে বিরোধী দলগুলির তরফে জানানো হয় লোকসভা নির্বাচন জোট বেধে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসে ফের বৈঠকে বসতে চলেছে বিরোধী দলগুলি। আগামী মাসের ১২ জুলাই বৈঠকে বসছে দলগুলি।

বৈঠকের বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, “একসঙ্গে ভোটে লড়ার বিষয়ে প্রাথমিক সম্মতি হয়েছে। মল্লিকার্জুন খাড়গে মিটিং করবেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত। কোথায় কোন দল লড়াই করবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” রাহুল গান্ধি বৈঠকের বিষয়ে বলেন, “সবার মধ্যেই ছোট বড় মতপার্থক্য থাকবে। কিন্তু নমনীয় হয়ে একসঙ্গে কাজ করব। কারণ আমাদের মূল লক্ষ্য এক। আরও গভীরে গিয়ে খুব শিগগিরই আলোচনা হবে।”

রাহুলের পরেই বলেন মমতা। তাঁর প্রস্তাবেই পটনাকে এই বৈঠকের ‘উপযুক্ত স্থান’ হিসেবে বেছে নেওয়া হয়েছিল। মমতা বলেন, “আমরা একজোট। আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করব।” তাঁর কথায়, “ওরা মনে করে, ইতিহাস বদলে দিতে হবে! আমরা বলতে চাই, বিহার থেকেই শুরু হবে ইতিহাসরক্ষার লড়াই।” শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে, মেহবুবা মুফতির মতো নেতারাও পারস্পরিক মতবিরোধ দূরে সরিয়ে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন।

লালু প্রসাদ যাদব বলেন, “আমি পুরোপুরি ফিট হয়ে গেছি। বিজেপিকে এবার আমি সরাব। সিমলার পরবর্তী বৈঠকে পরের ধাপ নিয়ে আলোচনা হবে। সবাই বলত, আমরা কেন একসাথে লড়াই করিনা। বাজারে গিয়ে দেখুন কি দাম জিনিসের। বেকারত্ব বাড়ছে। হনুমানের নাম নিয়ে শুধু ভোট করে। বিজেপির হাল কিন্তু খারাপ। মোদীর অবস্থাও খারাপ হবে। ২০০০ টাকার নোট বাতিল করল। কেন করল? রাহুল গান্ধি ভাল কাজ করেছে৷ পায়ে হেঁটে ভালো করে দেশ দেখেছে। রাহুলের এবার বিয়ে করা উচিত৷ বয়স এমন কিছু হয়নি। আর আমরা বরযাত্রী যাব। এবার দাড়িটা ছোট ছোট করে কাটুন।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিদেশের মাটিতে দেশীয় খাবার, আমস্টারডামে নতুন ইনিংস শুরু রায়নার। এম ভারত নিউজ

ভারতীয় রসনার সম্ভার নিয়ে বিদেশের মাটিতে হাজির ক্রিকেটার সুরেশ রায়না।

Subscribe US Now

error: Content Protected