সিপিএমকে ভোট দিলে হাত কেটে নেব’, হুমকি তৃণমূল নেতার ! এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 37 Second

বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা শেষ হয়ে গেছে ইতিমধ্যেই ,আগামী শনিবার হতে চলেছে পঞ্চম দফায় নির্বাচন। তার আগে নির্বাচনী প্রচারে গিয়ে হুমকির সম্মুখীন হলেন নানুরের সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী শ্যামলী প্রধান । প্রসঙ্গত উল্লেখ্য নির্বাচনী প্রচারে বেরিয়ে ছিলেন তিনি। ইতিমধ্যেই প্রায় প্রতিটি দলের তরফ থেকে নির্বাচনী প্রচারে কোন ত্রুটি রাখা হচ্ছে না। আর সেই নির্বাচনী প্রচারে বেরিয়েই হুমকির সম্মুখীন হতে হলো তাঁকে। সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে , স্থানীয় তৃণমূল নেতা হুমায়ুন শেখ এই হুমকি দিয়েছেন। গত পাঁচ বছর ধরে নির্বাচনী প্রচার ছাড়া দেখতে পাওয়া যায়নি এই সংযুক্ত প্রার্থীকে, তাই একজন জনসাধারণ হিসেবে নয় একজন তৃণমূল নেতা হিসেবে প্রশ্ন তুলেছেন তিনি । এরপরই এই দুই দলের মধ্যে বচসা।

বঙ্গ নির্বাচনের সূচনাপর্ব থেকেই একের পর এক ঘটনার জন্য নানুরের নাম উঠে এসেছে খবরের শিরোনামে । আজ আরও একবার সংযুক্ত মোর্চার প্রার্থী শ্যামলী প্রধানকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।নানুরের আগোড়তোড় গ্রামের শাসক দলের এক নেতা প্রার্থীকে হুমকি দেন বলে জানা গেছে। এই গ্রামে সিপিআইএম এর ভোট নাই, হাত কেটে দেবো সব’ এমন বাক্য প্রয়োগ করে হুমকি দিতে দেখা গেছে তাঁকে।সিপিএম নেতা শমীক লাহিড়ী অবিলম্বে ওই তৃণমূল নেতার গ্রেফতার দাবি করেছেন। এসব ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুধু তাই নয় পাশাপাশি প্রার্থীকে চোর-ডাকাত বিভিন্ন তকমা দিয়েছেন তিনি। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনায় প্রাণ গেল কংগ্রেস প্রার্থী রেজাউল হকের| এম ভারত নিউজ

দেশজুড়ে হু হু করে করোনা বাড়ছে| আক্রান্ত হচ্ছেন চেনামুখ রা| কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক মিটিং, মিছিল পুরোদমে চলছে| এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের। বুধবার রাতেই তাঁকে চিকিৎসার জন্য জঙ্গিপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়। তারপর দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু […]

You May Like

Subscribe US Now

error: Content Protected