‘GST-কে সমর্থন ভুল হয়েছিল’, সিঙ্গুরে আক্ষেপ মমতার। এম ভারত নিউজ

Mbharatuser

এদিন ১২ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

0 0
Read Time:2 Minute, 32 Second

জিএসটি ব্যবস্থাকে সমর্থন করে ভুল হয়েছিল। কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। রাজ্যকে বঞ্চিত করছে। সিঙ্গুরের রাস্তাশ্রী-পথশ্রী উদ্বোধনে মঞ্চে দাঁড়িয়ে ফের একবার কেন্দ্রের বঞ্চনার খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ১২ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে নিজের হাতে রাস্তা তৈরির মশলা বানিয়ে প্রকল্পের সূচনা করেন। সেই মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। বলেন, “১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করতে পৌনে ৪ হাজার কোটি খরচ। পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। এক টাকাও দিল্লির নয়। সব রাজ্যের টাকা।”

জিএসটি ইস্যুতে মমতার সংযোজন, “জিএসটি করার পর দিল্লি সব টাকা তুলে নিয়ে যায়। আমাদের সবচেয়ে ভুল হয়েছিল ওটাকে সমর্থন করা। আমরা ভেবেছিলাম রাজ্যগুলোর ভাল হবে। কিন্তু এখন দেখছি ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে।” এরপর বঞ্চনার খতিয়ান তুলে ধরেন তিনি।

এদিন সিঙ্গুরের অনশনের কথা টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “সিঙ্গুরের জমি ফেরতের জন্য ২৬ দিন অনশন করছিলাম। মানুষ জমি ফেরত পেয়েছেন। জমি অধিগ্রহণ আইনই বদল গিয়েছে। ৯৯৭ একর অধিগৃহীত জমির মধ্যে ৮০০ একর চাষযোগ্য। ২০১৬ সালে থেকে ৪৩৪ একর জমিতে চাষ হচ্ছে। চাষের জন্য টিউবওয়েল বসানো হয়েছে। যে ২৫০ একর জমি পড়ে রয়েছে সেইসব নীচু জমিকে চাষের উপযোগী করার জন্য মাটিভরাট করা হবে। ওই কাজে লোকাল ছেলে মেয়েদের কাজ দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মমতা বলেন, বুথে বুথে ক্যাম্প হবে। দয়া করে যাবেন, নামটা লিখিয়ে আসবেন।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অভিষেকের সভার শর্তসাপেক্ষে অনুমতি, কটাক্ষ শুভেন্দুর। এম ভারত নিউজ

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানির পরে আদালত কিছু শর্ত আরোপ করে...

Subscribe US Now

error: Content Protected