সিবিআই অফিসে হাজিরা দিলেন না বিনয় মিশ্রের বাবা-মা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 25 Second

গরু পাচার কাণ্ডের মিডল ম্যান হিসেবে অভিযুক্ত বিনয় মিশ্রের বাবা মাকে ,ডেকে পাঠানো হয়েছিল নিজাম প্যালেসে । জানা যাচ্ছে গতকালই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁদের। মূলত জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল বিনয় মিশ্রের বাবা-মাকে। তবে গতকালই সেই হাজিরা এড়িয়ে গেছেন তাঁরা। সেক্ষেত্রে জারি হতে পারে গ্রেফতারির পরোয়ানা। প্রসঙ্গত উল্লেখ্য গরু পাচার কাণ্ডের বিপুল পরিমাণ অর্থ রাখা হত তাঁর বাবা-মায়ের একাউন্টে। সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল তাঁদের। গতকাল সকাল সাড়ে দশটায় নিজাম প্যালেস হাজিরা দিতে বলা হয়েছিল বিনয় মিশ্রের বাবা-মাকে । অথচ নির্দিষ্ট সময়ে সেখানে পাওয়া যায়নি তাঁদের । তাই আজ ফের সিবিআইয়ের তরফ থেকে তাঁর বাড়িতে হাজিরার নোটিশ পাঠানো হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গরু পাচারের সঙ্গে জড়িত এই বিনয় মিশ্র কলকাতাতে একটি কোম্পানি খুলেছিলেন। আর সেখানেই ডিরেক্টর পদে ছিলেন তাঁর বাবা-মা । সেক্ষেত্রে গরু পাচার কাণ্ডের সঙ্গে এই কোম্পানির কোন যোগাযোগ রয়েছে কিনা, এছাড়াও ব্যাংকের আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়িতে পৌঁছেছিল সিবিআইয়ের দমন শাখার দলটি। তবে সেদিন বাড়িতে উপস্থিত ছিলেন না তাঁর বাবা-মা। সেই কারণেই বাধ্য হয়ে জরুরি তলব করার জন্য নোটিশ পাঠাতে হয় তাঁর বাড়িতে। তবে নির্দিষ্ট সময়ে সিবিআই অফিসে না আসার জন্য আজ ফের নোটিশ পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাতভর বৃষ্টি,কার্যত জলমগ্ন রাজ্যের একাধিক এলাকা । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা: রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন রাজ্যের বিভিন্ন জেলার একাধিক এলাকা। ইতিমধ্যেই সেরকম ছবি দেখতে পাওয়া গেছে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে হলদিয়ার বিভিন্ন প্রান্তে। আবহাওয়া দপ্তর থেকে দেওয়া তথ্য অনুসারে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই লাগাতার বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েক দিন। আর সেই […]
state_410

Subscribe US Now

error: Content Protected