ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীরের সেপিয়ান উপত্যকা। আজ জম্মু কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল ৩ জঙ্গির। সেনা এবং জঙ্গির লড়াই প্রাণ বাঁচাতে সেনার কাছে আত্মসমর্পণ করেছে আরও এক জঙ্গি।ওই জঙ্গি কয়েকদিন আগেই নাম লিখিয়েছিল জঙ্গি সংগঠনে।
জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় কনিগাম এলাকায় একটি বাড়িতে ওই জঙ্গিরা লুকিয়ে আছে । জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া মাত্রই তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর দল। পরবর্তীতে পুলিশের তরফ থেকে ওই বাড়িটি ঘিরে ফেলা হলে জঙ্গিদেরকে আত্মসমর্পণ করতে বলা হলেই সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করে তারা এবং পাল্টা গুলি চালাতে শুরু করেন ভারতীয় নিরাপত্তা বাহিনী।
পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় ওই তিনজনের। সদ্য নিয়োগ হওয়া ওই ব্যক্তির নাম তৌসিফ আহমেদ।এনকাউন্টারে আটক হওয়া জঙ্গি সংগঠনের সদ্য নিয়োগপ্রাপ্ত স্থানীয় জঙ্গিদের মধ্যে তিনি ছিলেন। জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় ,তারা প্রত্যেকেই আল-বদর জঙ্গি সংগঠনের সদস্য। প্রসঙ্গত উল্লেখ্য গত ২ মাসের মধ্যে এই নিয়ে তিনবার সোপিয়ানে চলল গুলির লড়াই। কিছুদিন আগেই জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে আরও এক জঙ্গির মৃত্যু হয়। ঘটনার দিন ভোর রাতের ওই সংঘর্ষ হয়, বলে জানানো হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে।