দেশজুড়ে যখন কৃষি বিলের বিরোধিতায় একজোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছে কৃষক সংগঠনগুলি। ঠিক তারই মাঝে
সংসদে পাশ হওয়া তিনটি কৃষি বিলে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর ফলে আইনে পরিণত হল তিনটি বিল।
সংসদে ধ্বনিভোটে পাস হওয়া ওই বিলগুলিতে সাক্ষর না করার অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। তবে তাতে চিঁড়ে ভিজল না। বিরোধীদের অনুরোধকে গুরুত্ব না দিয়েই রবিবার বিলে সই করলেন রাষ্ট্রপতি। গত রবিবার রাজ্যসভায় দু’টি কৃষি বিল ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজ্যসভা। ঘটনাকে কেন্দ্র করে আট সাংসদকে সাসপেন্ডও করা হয়। প্রতিবাদে অনশন থেকে শুরু করে অধিবেশন বয়কটের ডাক দেওয়া হয়। কার্যত বিরোধীশূন্য রাজ্যসভাতেই পাস হয়ে যায় তৃতীয় কৃষি বিলটিও। সংসদের পাশাপাশি দেশের নানা রাজ্যে চলছে কৃষক বিক্ষোভ। যদিও আজও মন কি বাত
অনুষ্ঠানে মোদীর আশ্বাস বিল দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করবে।
