পেগাসাস ইস্যু নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 28 Second

পেগাসাস ইস্যু নিয়ে চিন্তিত রাজ্য সরকার । সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার । মূলত বিদেশি কোন স্পাইওয়্যার ব্যবহার করে সাধারন মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করেছিল রাজ্য সরকার। আজ শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে এমনটাই জানানো হল রাজ্য সরকারের তরফে । পাশাপাশি এও জানানো হয়েছে কোন সমান্তরালে তদন্তের জন্য এই কমিশন গঠন করা হয়নি। রাজ্যবাসীর কথা মাথায় রেখেই এই কমিশন গঠন করেছে রাজ্য সরকার। এর সঙ্গে জড়িয়ে আছে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ। সেক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা এবং তাদের ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করতেই এই কমিশন গঠন করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বাদল অধিবেশন চলাকালীন দেশের অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল পেগাসাস স্পাইওয়্যার ইস্যু। সেই বিষয়ে তদন্ত কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায় সুপ্রিম কোর্টের অবসপ্রাপ্ত বিচারপতি মদন লকুর ও হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বেই কমিশন গঠন করেন তিনি। পরবর্তীতে সমান্তরাল তদন্তের অভিযোগ তুলে এই কমিশনের বিরুদ্ধে জনস্বার্থ বিরোধী মামলা করে এক বেসরকারি সংস্থা। পরবর্তীতে এই মামলাকারী সংস্থার আইনজীবী রাজ্য সরকারের আবেদন খারিজ করার দাবি তোলেন। যদিও সেই দাবির ভিত্তিতে পরবর্তীতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের দেশে একলাফে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা । এম ভারত নিউজ

করোনার দ্বিতীয় ঢেউয়ের মৃত্যু মিছিল,বেড ও অক্সিজেনের হাহাকারের ভয়ঙ্কর স্মৃতি এখনও মানুষের মনে অক্ষত।এরই মধ্যে চোখ রাঙাচ্ছে কোভিডের থার্ড ওয়েভ। ন্যাশানাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের রিপোর্ট অনুযায়ী, অক্টোবরেই ভারতে শিখর ছুঁতে পারে তৃতীয় ঢেউ। আর সেই আশঙ্কাকেই অনেকাংশে সত্যি প্রমাণ করে দেশে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দৈনিক সংক্রমণের সংখ্যা। আজ ফের […]
News_1000

Subscribe US Now

error: Content Protected