জাতীয় রাজনীতিতে ইন্দ্রপতন। প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। বুধবার ভোরে দিল্লির এক হাসপাতালে মাল্টিঅর্গ্যান ফেলিওর হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হন বর্ষীয়ান রাজনীতিবিদ। তারপর থেকেই স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে তাঁর। এদিন আহমেদ প্যাটেলের ছেলে ফয়জল প্যাটেল বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটারে লেখেন, “মাস খানেক আগে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে স্বাস্থ্যের অবনতি হয় বাবার, পরে মাল্টি অর্গ্যান ফেলিওরের জেরে আজ ভোরে মারা গিয়েছেন বাবা।” তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। কংগ্রেসের কার্যকরী সভানেত্রী সোনিয়া গান্ধির রাজনৈতিক উপদেষ্টা হিসাবে পরিচিত আহমেদ প্যাটেল গুজরাট কংগ্রেসের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন।
তাঁর মৃত্যুতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি টুইটে শোকজ্ঞাপন করে লেখেন, ‘‘একজন বিশ্বস্ত সহকর্মী এবং বন্ধুকে হারালাম। এই ক্ষতি অপূরণীয়।’’টুইটে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, “কংগ্রেসের শক্তিবৃদ্ধির জন্য তাঁর ভূমিকা সবসময় মানুষ মনে রাখবে।” দলের সম্পত্তি এবং একজন স্তম্ভ হিসাবে প্যাটেলকে আখ্যা দিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি টুইট করেন। টুইটে তিনি লেখেন, “আজ একটা দুঃখের দিন। আহমেদ প্যাটেল কংগ্রেসের একজন স্তম্ভ ছিলেন। তিনি কংগ্রেসের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছিলেন। দলের কঠিন সময়ে সবসময় পাশে ছিলেন। আমরা তাঁকে সর্বদা মনে রাখব। আমার ভালবাসা ও সমবেদনা রইল ফয়জল, মুমতাজ ও তাঁর পরিবারের জন্য।” “নির্ভর করার মতো একজন মানুষ চলে গেলেন” বলে টুইটে শোকজ্ঞাপন করেছেন প্রিয়াঙ্কা গান্ধিও।