অবশেষে প্যারা অলিম্পিকে সোনা জিতল ভারত । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 21 Second

কিছুদিন আগেই শেষ হয়েছে টোকিও অলিম্পিক ২০২১; তারপর বর্তমানে চলছে প্যারা অলিম্পিক। তবে অলিম্পিক এবং প্যারা অলিম্পিক মিলিয়ে মহিলাদের মধ্যে ভারতকে প্রথম স্বর্ণপদক এনে দিলেন প্যারা অলিম্পিয়ান অবনী লেখারা। মাত্র ১৯ বছর বয়সে অবনী তাঁর শারীরিক অক্ষমতাকে জয় করে টোকিও প্যারা অলিম্পিকে স্বর্ণ পদক এনে দিয়েছেন । পাশাপাশি এনে দিয়েছেন বিশ্ব রেকর্ডের খেতাব। ২৪৯.৬ পয়েন্ট পেয়ে সোনা জিতলেন তিনি। যা এখনও পর্যন্ত প্যারা অলিম্পিকে রেকর্ড। এই জয় প্রসঙ্গে প্যারা অলিম্পিক কর্তৃপক্ষের তরফে টুইট করে জানানো হয়েছে, ‘ ভারতের জন্য সোনার দিন। উল্লেখ্য শ্যুটিংয়ে ভারতের এই প্রথম পদক এবং সেটা অবশ্যই সোনা। ইতিমধ্যেই ভারতীয় শুটার অবনী বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন। অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স মিলিয়ে অবনী প্রথম মহিলা যিনি সোনা জিতেছেন।

ইতিমধ্যেই স্বর্ণ অর্জনের জন্য তাঁকে, অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর, টুইটে লিখেছেন, ‘অসাধারণ খেল প্রদর্শন। তারেই খেল প্রদর্শনের মাধ্যমে আমাদের সকলের হৃদয় জিতে নেওয়ার জন্য তাঁকে অসংখ্য অভিনন্দন । প্যারা অলিম্পিকে একজন যোগ্য প্রতিযোগী হিসেবেই সোনা জিতে নিয়েছেন আপনি। আমি জানি তোমার ক্রীড়া প্রতিভা এবং ব্যক্তিগত প্যাশনের জোরেই তুমি সোনা জিতে নিয়েছ। আজকের এই মুহূর্তটি দেশের খেলাধুলার জন্য এটি খুবই গর্বের মুহূর্ত। আগামী দিনে তোমার ভবিষ্যতের জন্য তোমায় অনেক শুভেচ্ছা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কাবুল বিমানবন্দরকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা ! । এম ভারত নিউজ

আজ সকালে হঠাৎই কাবুল বিমানবন্দর লাগোয়া এলাকা কেঁপে উঠল বিস্ফোরণে। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে পরপর বেশ কয়েকটি রকেট হামলা করা হয়। তবে বিমানবন্দরের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ওই বিস্ফোরণ আটকে দেওয়া সম্ভব হয়েছে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে কাবুল বিমানবন্দরের অন্তর্গত এলাকাতে রয়েছে মার্কিন সেনারা। […]
News_1072

Subscribe US Now

error: Content Protected