কোয়াড সদস্য হিসেবে ফান্সের তত্ত্বাবধানে যৌথ নৌ-মহড়ায় অংশ নিতে চলেছে ভারত । ২০১৯ সালে যৌথ নৌ মহড়া শুরু করে ফ্রান্স, যার নাম দেওয়া হয় লা পেরোসেস (La Pérouse) । এই মহড়াতে চলতি বছরেই অংশ নিতে চলেছে ভারত । এপ্রিলের শুরুতেই বঙ্গোপসাগরে অনুষ্ঠিত ‘লা পেরোসেস’-এ অংশ নেবে ভারত । ভারতের পাশাপাশি কোয়াডের সমস্ত সদস্য দেশ – মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়াও এই মহড়ার অংশগ্রহণ করবে। এর আগে গতবছর ভারত মহাসাগরে এই নৌ-মহড়া অনুষ্ঠিত হয়েছিল । সেই সময়েই সমস্ত কোয়াড সদস্য দেশগুলিকে একসঙ্গে দেখতে পাওয়া গেছিল । গত ১২ মার্চ পরশু কোয়াড সামিটের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ।
যেখানে ইন্দো-প্যাসিফিক গ্রুপের মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী সুগা ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন । এই সভায় মুলত পরিবেশ সম্পর্কিত আলোচনা, চীনের খনিজ সম্পদের উপর নির্ভরতার অবসান এবং করোনার টিকা সম্পর্কিত আলোচনা হয় । এঁরা একে অপরের সঙ্গে ফোনে কথা বলেছেন। করোনা পরিস্থিতিতে কোয়াড (Quadrilateral Framework/ Quad) দেশগুলোর প্রথম বৈঠকে এশিয়ার দেশগুলোতে এক বিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কথা হয় ।