নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনপুর: পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী শনিবার সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্র গুলিতে সকাল থেকেই ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো। গতকাল রাত্রে পূর্ব মেদিনীপুর-এর বিভিন্ন স্থান থেকে বোমাবাজির যে সকল খবর পাওয়া গেছিল, সেই সকল খবর পাওয়ার পর মনে করা হয়েছিল যে প্রথম দফার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে না এবং এদিন ভোটের হার ও প্রচন্ড কম থাকবে। কিন্তু সেই ধারণাকে কার্যত নস্যাৎ করে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ভোটের লাইনে চোখে পড়ার মতো ভিড় দেখতে পাওয়া গেল।
যদিও যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যেকটি বুথে যথেষ্ট পরিমাণ আধা-সামরিক বাহিনী মোতায়েন করেছে প্রশাসন ও নির্বাচন কমিশন। এর পাশাপাশি প্রতিবন্ধী ভোটারদের জন্য প্রত্যেকটি বুথে হুইল চেয়ারের ব্যবস্থাও করেছেন নির্বাচন কমিশন।
গতকাল রাত্রের বোমাবাজির পর আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-এ ভোট কতটা হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। কিন্তু এই সংশয়কে ভুল প্রমাণিত করে আজ সকালে অমর্ষি রঘুনাথ হাইস্কুলের ২১২ নম্বর বুথে ভোট গ্রহণ শুরু হওয়ার পর দেখা যায় ভোটারদের লম্বা লাইন। এছাড়াও ২১৮ নং এগরা বিধানসভা কেন্দ্রের পানিপারুল হাইস্কুলের ২৪১,২৪২ ও ২৪৫ নং বুথেও চোখে পড়ে লম্বা লাইন। ভোট দেওয়ার জন্য পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা লাইনের ব্যবস্থা করেছিল প্রশাসন। এই লাইনে কিছু জনের মুখে মাস্ক থাকলেও অনেকের মুখেই ছিল না মাস্ক। একইসঙ্গে, সামাজিক দূরত্ববিধিও সঠিক ভাবে কার্যকর করা সম্ভব হয়নি অত্যধিক ভিড়ের কারণে। সাধারণ ভোটারদের পাশাপাশি প্রতিবন্ধী ভোটারদেরও হুইল চেয়ারে চড়ে ভোট দিতে দেখা যায় এদিন।
সুতরাং এই কথা বলাই যায় যে, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় অশান্তির আশঙ্কা থাকলেও আপাতত ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিতেই চলছে।