প্যারালিম্পিকের শেষ দিনে অনবদ্য জয় ভারতের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 22 Second

প্যারালিম্পিকে অনবদ্য জয় ভারতের। একের পর এক অনবদ্য খেল প্রদর্শনের মাধ্যমে পদক নিজেদের ঝুলিতে নিয়ে আসছে ভারতীয় অ্যাথলিটরা। আজ টোকিও প্যারা অলিম্পিকের শেষ দিন। আর সকাল সকাল রৌপ্য পদক জয়ের মাধ্যমে শুরু হল ভারতীয় খেলোয়াড়দের আজকের যাত্রা। জানা যাচ্ছে ইতিমধ্যেই ব্যাডমিন্টন সিঙ্গেলসে রৌপ্য পদক জয় করলেন উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধনগরের জেলাশাসক সুহাস এল ইয়েথিরাজ। পুরুষদের সিঙ্গলস এসএল ৪ ইভেন্টে স্বর্ণ অর্জনের লড়াইয়ে আজ ফ্রান্সের অনবদ্য প্রতিযোগী এল মাজুরের বিপরীতে নেমে ছিলেন তিনি। তবে দীর্ঘ সংঘর্ষ করেও লাভ হয়নি ভারতীয় এই ক্রীড়াবিদের। তবে আজকের এই ম্যাচে হারলেও ,ভারতের জন্য রৌপ্য পদক অর্জন করতে সক্ষম হয়েছেন ইয়েথিরাজ। আজ প্যারা অলিম্পিকে এল মাজুরের কাছে ২১-১৫, ১৭-২১ ও ১৫-২১ –এ হেরে যান তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য,গতকাল সেমিফাইনালের লড়াই অনায়াসেই প্রতিপক্ষকে হারিয়ে অনবদ্য সাফল্যের সঙ্গে ফাইনালে উঠেছিলেন সুহাস। গতকাল ইন্দোনেশিয়ার ফ্রেডি সেটিয়াওয়ানকে মাত্র ৩১ মিনিটের লড়াইয়ে স্ট্রেট লড়াইয়ে ২-০ তে হারিয়েছিলেন তিনি। প্রথম সেটে সেভাবে জায়গা করতে না পারলেও দ্বিতীয় সেটে ,সেটিয়াওয়ান কড়া টক্কর দেওয়ার চেষ্টা করেছিলেন ভারতীয় এই ক্রীড়াবিদকে। তবে অবশেষে দ্বিতীয় সেটেও ২১-১৫ তে জিতে ফাইনালে নিজের জায়গা মজবুত করে নিয়েছিলেন সুহাস। অবশেষে রৌপ্য পদক অর্জনের মাধ্যমে টোকিও প্যারা অলিম্পিক ২০২১-এ তাঁর সফর শেষ হল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

স্বর্ণপদক ব্যাডমিন্টনে ! অনবদ্য জয় ভারতের । এম ভারত নিউজ

আজ টোকিও প্যারা অলিম্পিকের শেষ দিন। রৌপ্য পদক অর্জনের পরই মাত্র কয়েক ঘণ্টার অন্তরে ব্যাডমিন্টনের অপর একটি প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন করলেন ভারতীয় ক্রীড়াবিদ কৃষ্ণ নগর। ব্যাডমিন্টনের এসএইচ সিক্স ফাইনালে আজ দেশকে স্বর্ণপদক এনে দিলেন ভারতীয় এই ক্রীড়াবিদ। প্রসঙ্গত উল্লেখ্য আজ সকালেই ব্যাডমিন্টনের অপর একটি প্রতিযোগিতাতেই রৌপ্য পদক অর্জন করেছিলেন […]

Subscribe US Now

error: Content Protected