সঞ্জয় গান্ধীর মৃত্যুর পরই সঞ্জয় পত্নী মানেকা গান্ধীর সঙ্গে কংগ্রেসের সম্পর্ক খারাপ হয়। মানেকা গান্ধী যোগদান করে কংগ্রেসের ঘোর বিরোধী বিজেপিতে। সময়ের সাথে সাথে উত্তরপ্রদেশ থেকে সাংসদ হয়েছেন মানেকা গান্ধী । তাছাড়া বিজেপির ছত্রছায়াতে সাংসদ হয়েছেন মানেকা পুত্র বরুণ গান্ধীও। কিন্তু কিছুদিন ধরে বিজেপির সাথে মানেকা ও বরুণ গান্ধীর সম্পর্ক তলানিতে ঠেকেছে। উত্তরপ্রদেশ ভোটের আগের থেকে বরুণ গান্ধীকে প্রকাশ্যে নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করতেও দেখা গিয়েছে। এরপরই বিজেপির কোর কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে বরুণ গান্ধীকে। তারপরই মা ও পুত্রের সম্পর্ক বিজেপির শীর্ষ নেতাদের সাথে খারাপ হতে শুরু হয়। এরপরই জল্পনা চলছিল মানেকা গান্ধী ও বরুন গান্ধী তৃণমূলে যোগদান করবেন। বৃহস্পতিবার একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিনে মানেকা ও বরুণ গান্ধী পশ্চিমবঙ্গে এলে অনেকে মনে করেছিলেন, তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে হয়তো মা ও পুত্র তৃণমূলে যোগদান করতে চলেছেন। কিন্তু বৃহস্পতিবার তৃণমূলে যোগদান না করায় এখন জল্পনা তৈরি হয়েছে কবে তারা তৃণমূলে যোগ দিচ্ছেন সেই নিয়ে । ২০২৪ এর লোকসভা ভোটে তৃণমূল সর্বভারতীয় স্তরে অংশগ্রহণ করবে। অন্যদিকে মানে ও বরুণ গান্ধীর সাথে বিজেপির যা সম্পর্ক তাতে তাদের টিকিট না পাওয়া প্রায় নিশ্চিত। তাই নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে মানেকা ও বরুন গান্ধী তৃণমূলে যোগদান করতে চলেছেন বলেই রাজনৈতিক মহলের ধারণা।
বড় খবর: তৃণমূলে এবার ইন্দিরা গান্ধীর বৌমা ও নাতি ? । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 28 Second