দিন বদলের সঙ্গেই প্রথা ভাঙল বোর্ড। এই প্রথম রবিবারের জায়গায় ফাইনাল হবে মঙ্গলবার। ৮ তারিখের বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে ফাইনাল হবে ১০ নভেম্বর। তবে বদল হলনা স্পনসর । আইপিএলের টাইটেল স্পনসর চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা VIVO-ই, থাকছে । রবিবারই কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই বছরেও আইপিএলে কোভিড সাবস্টিটিউট হিসেবে গত বারের সমস্ত স্পনসরই থাকবে ।
টুর্নামেন্ট চলাকালীন কোভিড ১৯-এ কোনও ক্রিকেটার আক্রান্ত হলে পরিবর্ত ক্রিকেটার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি।অর্থাৎ এবছরও আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে চিনা সংস্থা ‘ভিভো’। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রতিবাদ, শামিল রাজনৈতিক মহলও। ‘আমাদের বলছেন বয়কট করতে, অথচ আইপিএলে চিনা স্পনসর’, মন্তব্য জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর । বোর্ড তথা সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তিনি ।