সুশান্তের বাবা কেকে সিং রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন বিহারে । তারপর তদন্ত শুরু করে বিহার পুলিশ । ৪ সদস্যের তদন্তকারী দল পৌঁছয় মুম্বই । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে উঠে নানা চাঞ্চল্যকর তথ্য । তদন্ত চলাকালিনই তদন্তের দায়িত্বে থাকা বিহার পুলিশের আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানোর অভিযোগ উঠল। কাঠগড়ায় তোলা হয়েছে পুরসভার এক সরকারি আধিকারিককে । তদন্তে বাধা দিতেই ওই পুলিশ আধিকারিককে স কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলেই অভিযোগ করা হয়।

তদন্ত করএ গিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে তাঁকে ভাবেননি তিনি । গেস্টহাউসে থাকার অনুমতিও দেওয়া হয়নি তাঁকে । পরিকল্পনা মাফিক এই ধরণের কাজ করা হয়েছে তাঁর বিরুদ্ধে এমনটাই মনে করা হচ্ছে ।

রবিবার টুইট করে কোয়ারেন্টাইনে পাঠানোর কথা জানান বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে। তিনি লেখেন, “আইপিএস অফিসার বিনয় তিওয়ার পাটনা থেকে মুম্বই পৌঁছন রবিবার। যে দলটি মুম্বইয়ে তদন্ত করছে তার নেতৃত্ব দেওয়ার জন্য যান তিনি। কিন্তু রাত ১১টা নাগাদ তাঁকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠান বৃহন্মুম্বই পুরসভার আধিকারিকরা। অনেক অনুরোধের পরেও তাঁকে আইপিএস মেসে থাকার অনুমতি দেওয়া হয়নি। ফলে গোরেগাঁওতে একটি গেস্ট হাউসে থাকতে হচ্ছে বিনয়কে।”
