তৃতীয় দফার ভোটেও অভিজ্ঞদের সঙ্গে নবীনদের পাল্লা, কারা সেই প্রার্থী ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 41 Second

তৃতীয় দফার ভোট মঙ্গলবার অর্থাৎ কাল|৬ এপ্রিল অভিজ্ঞদের সঙ্গে রাজনীতিতে আগত সদ্য প্রার্থীদের লড়াই|মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ১৬টি, হাওড়ার ৭টি এবং হুগলির ৮ টি আসনে বিধানসভা নির্বাচন|প্রবীণ প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়, বিমান বন্দোপাধ্যায়ের সাথে পাল্লা দিচ্ছেন নবীন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী ও তনুশ্রী চক্রবর্তী|হুগলির তারকেশ্বরে জোর লড়াই, ২০১১ এবং ১৬ সালে তৃণমূলের প্রার্থী রচপাল সিং জয়ী হয়েছিলেন|তাই ওই কেন্দ্রের পালাবদল ঘটাতে প্রাক্তন সাংবাদিক পদ্মভূষণ স্বপনের ওপরেই আস্থা রেখেছে গেরুয়া শিবির|নির্মল মাজি হাওড়ার উলুবেড়িয়ার তৃণমূলের বিদায়ী মন্ত্রী, বারবার বিতর্কে জড়ালেও এবার বিধানসভা ভোটে আত্মবিশ্বাসী তিনি|

হাওড়ার আমতায় কংগ্রেস প্রার্থী অসিতের গলাতেও আত্মবিশ্বাসের সুর স্পষ্ট, ২০১১, ১৬ সালের জয়ী প্রার্থী তিনি|হাওড়ার শ্যামপুরে চলছে ত্রিমুখীর লড়াই, গত চার বারের জয়ী তৃণমূল প্রার্থী কালিপদ মন্ডল, তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন কংগ্রেসের অমিতাভ চক্রবর্তী যিনি আগের বারের ভোটে হেরেছিলেন| তাদেরকে পাল্লা দিতেই ওই কেন্দ্র থেকে তারকা বিজেপি প্রার্থী তনুশ্রীকে মনোনীত করা হয়েছে| অন্যদিকে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র থেকে তারকা বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে মনোনীত করা হয়েছে,তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন ২০১৬ সাল থেকে হওয়া তৃণমূল বিধায়ক পুলক রায়| তৃতীয় দফার ভোটে থাকবেন হুগলির আরামবাগের প্রার্থী সুজাতা মন্ডল খাঁ, গেরুয়া শিবির ছেড়ে তিনি ভোটের মুখে শাসক দলে নাম লিখিয়েছেন|সুতরাং, নীলবাড়ির দখল কোন রাজনৈতিক দলের দখলে যাবে সেটা ২ মে-র পর স্পষ্ট হয়ে যাবে|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, মমতার পোস্টার ঘিরে জল্পনা । এম ভারত নিউজ

জোর কদমে চলছে ভোটের লড়াই, শাসক বিরোধী দলের মধ্যে চলছে জোর তরজা । রাজনীতিতে শারীরিক, মানসিক কিংবা ব্যক্তিগত, সব আক্রমণই চলতে থাকে । পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পোস্টার ঘিরে এবার নয়া বিতর্ক শুরু হল । পূর্ব বর্ধমান জেলার ভাতার কেন্দ্রে নেত্রীর ছবিতে সিঁদুর ও টিপ পরিয়ে দেওয়া হয় । […]

You May Like

Subscribe US Now

error: Content Protected