প্রায় দেড় বছর হতে চলল কিন্তু করোনার দাপট কমবেশি প্রায় একই ভাবে চলছে ভারতে। আর মহামারী থেকে বাঁচতে একমাত্র পন্থা হল সামাজিক দুরত্ব। সেই মতোই সরকারি নির্দেশিকা অনুযায়ী রাত ৯টা থেকে ভোড় ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি রয়েছে। রাতে কড়া নজর রাখছে কলকাতা পুলিশও। কিন্তু কলকাতাবাসীর উদাসীনতায় নাজেহাল পুলিশও। দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় চলছে বিধি-ভঙ্গের খেলা।

রাত ১২ টায় এসএসকেএম হাসপাতালের কাছে হরিশ মুখার্জি রোডে দু’ধারে পর পর গাড়ি দাঁড়িয়ে, বেশ কিছু ধাবা খোলা রয়েছে তখনও। যেন মেলা বসেছে। গাড়ি, মোটরবাইক পর্যন্ত খাবার পৌঁছে যাচ্ছে ধাবা থেকে। চলছে আড্ডা-মস্তি।করোনা সম্পর্কিত বিষয়ে সংবাদমধ্যমের প্রশ্নের জবাবে এক যুবকের উত্তর, ‘ সরকার নিয়ম করেছে। তার মানেই কি সব মানতে হবে?’রাত প্রায় দেড় টায় প্রিন্স আনোয়ার শাহ রোডে পুলিশের গাড়ির উলটো দিকেই চলছে ফাস্টফুডের দোকানের বিক্ক্রিবাটা। সংবাদ মাধ্যমের প্রশ্নে এক তরুনী বললেন, “ ঐ তো পুলিশের গাড়ি দাঁড়িয়ে, বিধি নিষেধ থাকলে ওঁরাই তো আটকাতেন! তাছাড়া দিনের বেলা এত ভিড়ে বেরিয়ে যেখানে করোনা হচ্ছে না, সেখানে রাতের ফাঁকা শহরে খেতে বেরোলে কী হবে?’এদিকে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ।পুলিশের নজরদারি সত্বেও কলকাতাবাসীরেই বেপরোয়া আচরণ কি আবারো শহরে ডেকে আনবে মৃত্যু মিছিল?