Read Time:1 Minute, 14 Second
বিকেলেই নির্বাচনের ঘোষণা আর ঠিক সেই রাতেই বিজেপির রথ ভাঙচুর । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । গতকাল শুক্রবার রাত্রে মানিকতলার কাদাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে । বিজেপির ভাড়া নেওয়া গোডাউনে রাখা রথে হামলা চালায় ১৫-২০ জন দুষ্কৃতি । পাশাপাশি চুরি গেছে এলইডি স্ক্রিন, ল্যাপটপ ও মোবাইল । বিজেপির বক্তব্য, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুর করেছে । এই ঘটনায় বাঁধা দিতে গেলে আহত হন গোডাউনের নিরাপত্তা রক্ষী, গাড়ির চালক এবং খালাসি সহ বেশ কয়েকজন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছোয় ফুলবাগান থানার পুলিশ । ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা সব্যসাচী দত্ত । ফুলবাগান থানায় তৃণমূলের বিরুদ্ধে অভযোগ দায়ের করেন তিনি । তদন্ত চালাচ্ছে পুলিশ ।
