মার্কিনিদের দেশে ফেরাতে আরও বেশি সময় লাগতে পারে বলে জানালেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। বর্তমানে আফগানিস্থানে উপস্থিত এরকম মার্কিনীদের দেশে ফেরাতে ৩১ আগস্টের বেশি সময় লাগতে পারে বলেই জানাচ্ছেন তিনি। যদিও তাতে চিন্তার কিছু নেই। যতদিন না পর্যন্ত উচ্ছেদের কাজ সম্পন্ন হচ্ছে , ততদিন মার্কিন সেনা সে দেশেই থাকবে বলেও জানান তিনি। ইতিমধ্যেই আফগানিস্তানকে নিজেদের দখলে নিয়েছে তালিবান। আর তারপর থেকেই ঘুম উড়েছে আফগানিস্তানে বসবাসকারী মার্কিনীদের। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। আর এই পরিস্থিতিতে বারংবার দেশে ফেরানোর জন্য বাইডেন প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছেন মার্কিনিরা। ইতিমধ্যেই প্রায় ৫০০০ সেনাকে আফগানিস্তানে পাঠিয়েছেন জো বাইডেন। তবে সেক্ষেত্রে এত দ্রুত মার্কিনীদের উচ্ছেদের কাজ সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি।

আফগানিস্তানে উপস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের দেশে ফেরানোর বিষয়ে জো বাইডেন বলেন, ‘ আমাদের পক্ষে বাইরে গিয়ে, বিপুল পরিমাণে মার্কিনীদের ফিরিয়ে আনা সম্ভব নয়।’ এই প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন সাক্ষাৎকার দিতে গিয়ে জানান , যতক্ষণ না পর্যন্ত আমাদের সমস্ত সময় শেষ হয়ে যায় এবং আমাদের ক্ষমতার অবসান ঘটে, ততক্ষণ পর্যন্ত মার্কিনী উচ্ছেদের কাজ চলবে।