Read Time:55 Second
রাজ্যের তরফে জানানো হয়েছিল আনলক প্রক্রিয়া চলাকালিন জানানো হবে লোকাল ট্রেন চালু করার বিষয়ে । সরকারি বেসরকারি অফিসে যাতায়াতের জন্যে কয়েকটি বাস চালু হলেও চালু হয়নি লোকান ট্রেন ।

নিত্তযাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে পায়শই । জিম, শপিং মল খুললেও সিনেমা হল বা আন্তরাজ্য ট্রেন নিয়ে কোন মন্তব্য করেনি সরকার । তেমন ভাবেই বন্ধ থাকছে স্কুল কলেজও । বলা হয়েছে সংক্রমণ না কমলে এখন কোন ভাবেই লোকাল ট্রেন চালু করা সম্ভব নয় । কারণ, অফিসযাত্রিদের যাতায়াত শুরু হলে সংক্রমণ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা নবান্নের ।
