সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের হাতছানি নাকি কোনো নতুন ফাঁদ ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

করোনা আবহে প্রায় প্রত্যেকেরই দিন কাটছে বাড়িতে। সেইসঙ্গেই বিশেষ বন্ধুর ভূমিকা পালন করছে সোশ্যাল মিডিয়া। কিন্তু সেই সোশ্যাল মিডিয়াই এখন হয়ে উঠেছে প্রতারণার নয়া ফাঁদ। প্রতিদিন অগুনতি মানুষ শিকার হচ্ছেন সেই প্রতারণা চক্রের। অনেকেই অচেনা প্রোফাইলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। তারপর আসে চ্যাট করার অনুরোধ,তারপরেই ভিডিও কল। এখানেই ঘটছে বিপদ। ভিডিও কল অ্যাকসেপ্ট করার সঙ্গেই স্ক্রিনে দেখা যায় অশালীন এক পোশাক পরিহিতা মহিলাকে। বিপদ আঁচ করার আগেই কাজ সেরে ফেলছে প্রতারকরা। কলের ওপারের ব্যক্তির ছবি নিয়ে তাঁরা মর্ফ করে বসিয়ে দিচ্ছেন অশালীন ছবিতে। তারপরেই ব্ল্যাকমেল করে ফোন করে বলা হচ্ছে, তাঁর বিকৃত-আশালীন ভিডিও ফাঁস করে দেওয়া হবে পরিচিতমহলে। কখনও আবার মাঝে মাঝে পুলিশের নাম করেও হুমকি দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে, ভিডিও কলের ওই মহিলার সঙ্গে তাঁর অশালীন ছবি পুলিশের হাতে রয়েছে। ‘ হয় টাকা দিন , নয় অসম্মানের জন্য প্রস্তুত থাকুন ! ‘ এমন হুমকির মুখে লজ্জায় পড়ে কেউ মাথা নোয়াচ্ছেন, কেউ আবার সাহস নিয়ে পুলিশের দ্বারস্থও হচ্ছেন। 

এধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অচেনা ফ্রেন্ড, অচেনা ফ্রেন্ড রিকোয়েস্ট এড়িয়ে চলুন । ভিডিও কল ধরলেও আপনার ক্যামেরা প্রথমেই বন্ধ রাখুন। সর্বোপরি সতর্ক থাকুন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এবার কাশ্মীর প্রসঙ্গে মুখ খুললো তালিবান । এম ভারত নিউজ

তালিবানরা আফগনিস্তান দখলের পর থেকেই সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে উঠেছে আফগানিস্তান। কাশ্মীর নিয়েও বাড়ছিল উদ্বেগ। যদিও প্রথমে তালিবানরা জানায়, কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। এ বিষয়ে তারা মাথা ঘামাবে না। কিন্তু ফের ভোলবদল । শুক্রবার তালিব মুখপাত্র সোহেল শাহিন একটি সাক্ষ্যতকারে জানিয়েছেন, কাশ্মীরি মুসলিমদের পক্ষে কথা বলার অধিকার তালিবানের রয়েছে। […]

Subscribe US Now

error: Content Protected