নাগাল্যান্ড ইস্যুতে সেনার পদক্ষেপ নিয়ে বাড়ছে রহস্য। এম ভারত নিউজ

admin

শনিবার সন্ধ্যায় নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে নিহত জন ১৪ জন নিরীহ গ্রামবাসী।

0 0
Read Time:2 Minute, 11 Second

শনিবার সন্ধ্যায় নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে নিহত জন ১৪ জন নিরীহ গ্রামবাসী। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। এই ঘটনার জেরে স্পষ্টতই মুখ পুড়েছে মোদী সরকারের। সোমবার বিষয়টি নিয়ে সংসদে শোরগোল ফেলে দেন বিরোধী সাংসদরা। যার জেরে মঙ্গলবারও কার্যত উত্তপ্ত ছিল সংসদ কক্ষ। এরই মধ্যে সেনার বিরুদ্ধে অভিযোগ উঠল, মৃত গ্রামবাসীদের নাকি পোশাক পরিবর্তনেরও চেষ্টা হয়েছিল সেদিন রাতে। এই অভিযোগ করেছেন সেদিন গুলির আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছানো প্রত্যক্ষদর্শীরা।

শনিবার রাতে সেনার অতর্কিত গুলিতে মৃত্যু হয় সোমওয়াং নামে এক গ্রামবাসীর। সোমওয়াংয়ের এক আত্মীয় জানিয়েছেন, রাতে গুলির আওয়াজ শুনে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পরেই তিনি দেখেন অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে সোমওয়াংয়ের দেহ। অন্য মৃতদেহগুলিরও পোশাক বদলে ফেলার চেষ্টা হয়েছে। মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কিপওয়াং কোনাক সোমওয়াংয়ের আত্মীয়ের সঙ্গে একমত হয়ে জানিয়েছেন, “ওরা (সেনা) মৃতের পোশাক বদলানোর চেষ্টা করে সেদিন।” কোনাক প্রশ্ন তুলেছেন, “যদি এই ঘটনা ভুল করেই ঘটিয়ে ফেলে থাকে অসম রাইফেলসের জওয়ানরা, তবে মৃতদের পোশাক বদলে ফেলার চেষ্টা হল কেন!” কার্যতই সেনার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠে আসাই ঘনাচ্ছে রহস্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'রাজ্যে চাকরি করতে হলে জানতে হবে স্থানীয় ভাষা', বললেন মুখ্যমন্ত্রী। এম ভারত নিউজ

ঙ্গে চাকরি পেতে হলে জানতে হবে বাংলা ভাষা এবং স্থানীয় ভাষা, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Subscribe US Now

error: Content Protected