১৯ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক জয় ভারতের । এম ভারত নিউজ

Mbharatuser

প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক জিতলেন নীরজ চোপড়া। ১৯ বছর পর নীরজের হাত ধরে ভারতের পদকের খরা কাটলো বিশ্ব চ্যাম্পিয়নশিপে। এরপরই ভারত জুড়ে শুরু হয়েছে উৎসবের মেজাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আইন মন্ত্রী কিরন রিজিজু সকলেই অভিনন্দন জানিয়েছেন নীরজ চোপড়াকে।

0 0
Read Time:1 Minute, 41 Second

সময়টা ২০০৩ সাল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথমবার পদক পেয়েছিল ভারত। সেবার লংজাম্পে ব্রোঞ্জ পদক পেয়েছিল অঞ্জু ববি জর্জ। তার ঠিক ১৯ বছর পর আবার স্বপ্ন দেখতে চালু করেছিল ভারতবাসী। এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা পাওয়ার স্বপ্ন দেখেছিল ভারত সোনার ছেলে নীরজ চোপড়ার দিকে তাকিয়ে। তবে সোনা না পেলেও রবিবার সকালে নীরজ চোপড়ার জ্যাকলিন থ্রোয়ে রুপো পেল ভারত। প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক জিতলেন নীরজ চোপড়া। নীরজ চোপড়া তাঁর চতুর্থ থ্রোয়ে ৮৮.১৩ মিটার জ্যাভলিন ছুঁড়ে ভারতীয় হিসেবে নজির গড়ে রুপো নিশ্চিত করেন। তবে অ্যান্ডারসন পিটার্স ৯০.৫৪ মিটার জ্যাভলিন থ্রো করে সোনা জিতে নেন। এবার ১৯ বছর পর নীরজের হাত ধরে ভারতের পদকের খরা কাটলো বিশ্ব চ্যাম্পিয়নশিপে। এরপরই ভারত জুড়ে শুরু হয়েছে উৎসবের মেজাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আইন মন্ত্রী কিরন রিজিজু সকলেই অভিনন্দন জানিয়েছেন নীরজ চোপড়াকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পার্থর অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রীর নাম, অসন্তুষ্ট তৃণমূল । এম ভারত নিউজ

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শনিবার পার্থ চ্যাটার্জি ছাড়াও তাঁর পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে ইডি। অর্পিতার বাড়িতে সূত্রের পাওয়া খবর অনুযায়ী প্রায় 40 লক্ষ টাকা পাওয়া যায়। এরপরই তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিয়েছে তাদের সাথে অর্পিতা মুখোপাধ্যায়ের কোন […]

Subscribe US Now

error: Content Protected