0
0
Read Time:1 Minute, 16 Second
বেলেঘাটা বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। চিঠিতে লকেট খাগড়াগড় বিস্ফোরণের কথা স্মরণ করিয়ে লেখেন, এনআইএ তদন্তভার গ্রহণ করার পরই ঘটনায় জঙ্গিযোগের হদিশ মেলে। বেলেঘাটাকাণ্ডেও তেমনটা ঘটতে পারে বলেই আশঙ্কা সাংসদের। প্রসঙ্গত মঙ্গলবার সাতসকালে বেলেঘাটা গান্ধী মাঠ সংলগ্ন এলাকায় একটি ক্লাবে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ক্লাবে ছাদ উড়ে যায়। দেওয়ালও ভেঙে যায়।
ঘটনায় রাজু নস্কর নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে। অন্যদিকে ঘটনার পর থেকেই এনআইএ তদন্তের দাবি করে বিজেপি। এদিন সরাসরি সেই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।