1
0
Read Time:1 Minute, 23 Second
কেন্দ্রের সমস্ত জনমুখী প্রকল্প থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করছে তৃণমূল সরকার। সোমবার শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠক শেষে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তিনি বলেন, আগামী বছর এপ্রিলে এ রাজ্যে ক্ষমতায় এসেই রাজ্য কৃষি আইন ও কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে বিজেপি। নাড্ডা বলেন, কেন্দ্রের একাধিক প্রকল্প থেকে রাজ্যের গরিব মানুষদের বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রের সব প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পাবেন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি, সমাজকে ভেঙে দাও, বিভেদ তৈরি করো। আমরা সেই বিভেদের বিরুদ্ধে সরকার গড়ব।’
এদিন বিধানসভা ভোটের প্রস্তুতির কথা মাথায় রেখে শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকও করেন নাড্ডা।