ভোট প্রচারে গুরুদ্বারে মমতা। এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 6 Second

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই নিজের কেন্দ্রে ভোটে লড়াই করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন থেকে সোজা ভবানীপুরের গুরুদ্বারে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। সেখানে এসে বললেন,শুভ কামনা নিতে এসেছি,পেয়েও এসেছি। এদিন গুরুদ্বারে শিখ ধর্মাবলম্বীদের একটি জমায়েত অনুষ্ঠান ছিল। সেখানেই যোগদান করেন মমতা। সেখানকার মানুষের সঙ্গে আত্মিক সম্পর্কের যোগাযোগ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন তিনি পাঞ্জাবে গেছেন,সেখানকার মানুষের সঙ্গে বাংলার মানুষের নাড়ির টান।

পাঞ্জাবের গুরুদ্বারে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বলেও জানান তিনি। প্রসঙ্গত মমতা বলেন, কবিগুরু তাঁর জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন প্রথমেই পাঞ্জাবের নাম উল্লেখ করে। আন্দামানে যত বিপ্লবী বন্দি ছিলেন তার মধ্যে বেশিরভাগ বাঙালী ও পাঞ্জাবি।তিনি আরও বলেন,২০ বছর আগে যখন পাঞ্জাব সফরে গিয়েছিলেন তখন অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন। এদিন মমতা দিল্লির কৃষক আন্দোলনের কথা তুলে ধরেন।দিল্লিতে কৃষকদের সমস্যার কথা তিনি শুনেছেন এমনকি তিনি আশ্বাস দেন যে কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। এদিক শিখদের অভাব অভিযোগের কথা বলতেও অনুরোধ করেন মমতা। তিনি বলেন, এখানকার হালুয়া ভারী ভালো লাগে।মানসিক শান্তি পাওয়া যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পুনরাবৃত্তি হতে পারে ৯/১১ সন্ত্রাসের, আতঙ্কে কাঁপছে আমেরিকা । এম ভারত নিউজ

আমেরিকায় ফের সক্রিয় হয়ে উঠছে জঙ্গি গোষ্ঠী আল-কায়দা এমন আশঙ্কাই প্রকাশ করেছেন আমেরিকার গোয়েন্দারা। গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, অবিলম্বে পরিস্থিতির মোকাবিলা করা না হলে আগামী ১-২ বছরেই ফের আমেরিকার মাটিতে হামলা চালাতে পারে ওসামা বিন লাদেনের উত্তরসূরিরা। পুনরাবৃত্তি হতে পারে ৯/১১ সন্ত্রাসের। তালিবান অধিকৃত আফগানিস্তানের মাটি ব্যবহার করেই নাশকতা […]

Subscribe US Now

error: Content Protected