বিজেপির জাতীয় কার্যনীতিতে যোগ দিতে দিল্লি পৌঁছলেন মোদি । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 23 Second

বিজেপির এনডিএমসি কনভেনশন সেন্টারে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, আজ বিজেপির জাতীয় কার্যনিতিতে যোগ দিতে দিল্লি পৌঁছলেন তিনি। আজ এই বৈঠকের স্থানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । জানা যাচ্ছে আর এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভাপতিত্ব করতে চলেছেন। এছাড়া আজকের এই বৈঠকে উপস্থিত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গাডকরি। আগত বিধানসভা নির্বাচনের স্ট্রাটেজি এবং ব্লুপ্রিন্ট রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই বৈঠক। আর এই বৈঠকের শুরুতেই বক্তব্য রাখতে চলেছেন জেপি নাড্ডা এবং সর্বশেষ বক্তব্য রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য আজকের এই বৈঠকটি ব্লেন্ডেট পদ্ধতিতে হতে চলেছে। পাশাপাশি এই বৈঠকে উপস্থিত হতে চলেছেন ১২৪ জন দলীয় নেতৃত্ব। জানা যাচ্ছে, প্রায় প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বিজেপির সমস্ত কর্মী-সমর্থকরা এই বৈঠকে যোগ দিতে চলেছেন।এই বৈঠকে যোগ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন তিনি। এছাড়াও, এই বৈঠকে যোগ দিতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। করোনাকালীন পরিস্থিতিতেই বৈঠক হওয়ার কারণে সমস্ত নেতৃত্বরা দিল্লিতে যাচ্ছেনা। বেশিরভাগ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকেই নেতৃত্বরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগদান করতে চলেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বরাতজোরে প্রাণে বাঁচলেন ইরাকের প্রধানমন্ত্রী। এম ভারত নিউজ

একেই বলে বরাতজোরে রক্ষা, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি। জানা যাচ্ছে গতকাল রাত্রে প্রধানমন্ত্রীর বাসভবনকে কেন্দ্র করেই ড্রোন হামলা চালায় আততায়ীরা। মূলত সেদেশের প্রধানমন্ত্রীকে খুনের চেষ্টা করা হয়েছিল কোনও এক জঙ্গী গোষ্ঠীর তরফে। আর সেই কারণেই তাঁর গ্রীন জোনের বাসভবনকে বিস্ফোরক বোঝাই ড্রোনের মাধ্যমে নিশানা […]

You May Like

Subscribe US Now

error: Content Protected