পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হাথরসকাণ্ডের প্রতিবাদে শনিবার শহরের রাজপথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে মিছিল শুরু করেন তিনি। মিছিল শেষ হয় গাঁধীমূর্তির পাদদেশ।বিকেল ৪টেয় শুরু হয় তৃণমূল নেত্রীর মিছিল। মিছিলে পা মেলান বিভিন্ন স্তরের নেতা, সাংসদ এবং বিধায়করা। ছিলেন কর্মী-সমর্থকরাও। মিছিল শেষে গান্ধীমূর্তির পাদদেশে বক্তব্য পেশ করেন দলনেত্রী। এদিন মমতা বলেন, “ভোট মিটলেই দলিতদের ওপর অত্যাচার বেড়ে যায়।” মমতার কথায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এদিন তৃণমূল প্রতিনিধিদের হাথরসে আটকে দেওয়া প্রসঙ্গে নেত্রীর অভিযোগ, গ্রামে ঢোকার ১ কিমি আগে প্রতিনিধিদের আটকে দেয় যোগীর পুলিশ। সাংবাদিকদেরও আটকে দেওয়া হয়েছে বলেও যোগী পুলিশকে একহাত নেন তিনি। সেইসঙ্গে তিনি বলেন, যেতে পারলে হাথরসে যেতেন মমতা। তিনি আরও বলেন, হাথরসের মত পৈশাচিক নির্যাতন হয়েছিল সিঙ্গুরেও। পাশাপাশি এদিন একই সময়ে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বাম-কংগ্রেসের ছাত্র-যুব সংগঠন।
হাথরসকাণ্ডের প্রতিবাদে মমতার মিছিল। এম ভারত নিউজ
Read Time:1 Minute, 44 Second