শাহের বঙ্গ সফরের আগে মমতার চমক । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 16 Second

অমিত শাহের বঙ্গ সফরের আগে ১ লক্ষ ২৫ হাজার মানুষকে জমির পাট্টা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে রাজ্যের আদিবাসী, তফশিলি ও বিভিন্ন উপজাতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, ‘‌জমির কাগজ নেই, অথচ বহু বছর ধরে এই রাজ্যের বাসিন্দা, এমন প্রায় ১ লক্ষ ২৫ হাজার মানুষকে জমির পাট্টা দেওয়া হবে। তার মধ্যে ২৫ হাজার পাট্টা দেওয়ার কাজ চলছে।’‌ এদিন এরকম বেশ কিছু ব্যক্তির হাতে এদিন জমির পাট্টা তুলেও দেওয়া হয়। তিনি বলেন, রাজ্যের সব উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। উদ্বাস্তুদের স্বীকৃতি দেওয়ার মানে তাঁরা সকলেই এই রাজ্যের তথা এই দেশের নাগরিক। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌এবার আর এসসি, এসটি সার্টিফিকেট নিয়ে আর কোনও অসুবিধা হবে না। কেন্দ্র বলে ১৯৫০ সালের কাগজপত্র দেখাতে। কিন্তু রাজ্য সরকার নতুন একটি সহজ নিয়ম করে দিয়েছে। যাতে আবেদনের ৪ সপ্তাহের মধ্যেই তা পাওয়া যাবে।’‌ এদিন ওই একই অনুষ্ঠান থেকে তফশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেয় রাজ্য সরকার। রিমোটের মাধ্যমে ইটাহারে নির্মীত বাস টার্মিনাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন মমতা জানান, কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যের ২ লক্ষ যুবক–যুবতীর হাতে তুলে দেওয়া হবে বাইক। এর জন্য লোন দেওয়া হবে রাজ্যের কোঅপারেটিভ ব্যাঙ্কগুলি থেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

প্রয়াত সিএবি-র প্রাক্তন যুগ্মসচিব শরদিন্দু পাল । এম ভারত নিউজ

ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হল সিএবি-র প্রাক্তন যুগ্মসচিব শরদিন্দু পালের। দীর্ঘদিন ধরেই ব্লাড ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতে প্রয়াত হন প্রশাসক শরদিন্দু পাল। কয়েক দিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সত্তরোর্ধ্ব শরদিন্দু পাল। কোভিড জয় করে বাড়িতেও ফিরে এসেছিলেন তিনি। তবে শেষ রক্ষা হল না। মারণরোগের […]

You May Like

Subscribe US Now

error: Content Protected