Read Time:1 Minute, 12 Second
ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হল সিএবি-র প্রাক্তন যুগ্মসচিব শরদিন্দু পালের। দীর্ঘদিন ধরেই ব্লাড ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতে প্রয়াত হন প্রশাসক শরদিন্দু পাল। কয়েক দিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সত্তরোর্ধ্ব শরদিন্দু পাল। কোভিড জয় করে বাড়িতেও ফিরে এসেছিলেন তিনি। তবে শেষ রক্ষা হল না। মারণরোগের কোপে মৃত্যু হল তাঁর। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত সিএবি-র যুগ্মসচিব ছিলেন তিনি। এরপর সিএবির ট্রাস্টি বোর্ডের সদস্যও হন। শুধুমাত্র ক্রিকেট প্রশাসক নয় ফুটবল প্রশাসক হিসেবেও দীর্ঘদিন ময়দানের সঙ্গে জড়িত ছিলেন তিনি। শরদিন্দু পালের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে সিএবি।
