লাগাতার বিক্ষোভ নির্বাচনী কর্যালয়ে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 7 Second

গতকাল থেকেই কলকাতার হেস্টিংসের নির্বাচনী কর্যালয়ে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন প্রার্থীতালিকা নিয়ে বিক্ষুব্ধ দলেরই সমর্থকরা । আজকেও অব্যাহত রয়েছে এই বিক্ষোভ । তাঁদের দাবি, প্রার্থীবাছাইয়ের মধ্যে দুর্নীতি রয়েছে এবং উত্তর-দক্ষিণ চব্বিশ পরগণার বেশ কয়েকজন প্রার্থীকে অবিলম্বে বদল করতে হবে। ক্যানিং পশ্চিমে প্রার্থী অর্ণব রায়, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী চন্দন নস্কর, কুলপি বিধানসভার প্রার্থী প্রণব মল্লিক, মন্দিরবাজারের প্রার্থী দিলীপ জাটুয়া, রায়দিঘির প্রার্থী  শান্তনু বাপুলি প্রমুখকে নিয়ে যথেষত খোভ দেখা দিয়েছে তাঁদের মধ্যে । বিক্ষোভকারীদের বক্তব্য, এঁরা পরিযায়ী, মাত্র কয়েকদিন আগে দল যোগ দিয়ে প্রার্থী হতে পারেননা এঁরা, বিরোধী দলের হয়ে কাজ করে এরাই এতদিন হামলা চালিয়েছেন এখন তাই এঁরা কোনরকম ভাবেই প্রার্থী হতে পারেননা । তাই এনাদের পরিবর্তন করতে হবে । অবশ্য এই সমস্যার সমাধান করার জন্যে গতকাল রাতে ফের কলকাতায় এরেন শাহ । এরপর টানা ম্যারাথন বৈঠকও সারেন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে । তারপরেও কোন সুরাহা হয়নি । আসন্ন ভোট যখন এতটা গুরুত্বপূর্ণ, যেখানে তৃণমূল বা বিজেপি এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ সেখানে বিজেপির অন্দরের এই চিত্র শীর্ষ নেতৃত্বকে যথেষ্টই ভাবাচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

২১ বছরের সম্পর্কে ইতি টেনে দল ছাড়লেন বিজেপি নেতা । এম ভারত নিউজ

দলের সঙ্গে সমস্ত সম্পর্কের ইতি টানলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য। বিজেপির প্রার্থী ঘোষনার পরেই শুরু হয় বিক্ষোভ । না এই বিক্ষোভ বিরোধীদের নয়, খোদ বিজেপির সমর্থকরাই বিক্ষোভ চালাচ্ছেন । কারন আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনে তাঁদের টিকিট দেওয়া হয়নি । সোমবারই প্রার্থী হতে না পারায় রেললাইনে শুয়ে আত্মহত্যার চেষ্টা […]

Subscribe US Now

error: Content Protected