নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাগরদীঘি থানার পুলিশের সক্রিয় ভূমিকায় আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল এক ব্যক্তি। ভোটের ঠিক আগে এরকম ঘটনা ঘটায় উদ্বেগ বাড়ল স্থানীয় পুলিশের।
আগ্নেয়াস্ত্রসহ ধৃত ওই ব্যাক্তির নাম সুরাজ সেখ, বয়স ২৫। তার বাড়ি বহরমপুরের নিয়াল্লিশপাড়ার মুন্ডায়পাড়া এলাকায় বলে সূত্র মারফত জানা গিয়েছে। গতকাল বিকেলের দিকে গোপনসুত্রে খবর পেয়ে সাগরদীঘি থানার পুলিশ আগ্নেয়াস্ত্রসহ আটক করে সুরাজ সেখকে। অস্ত্র হাতবদলের জন্য সাগরদীঘি এলাকায় এসেছিল সে।
ধৃত ওই ব্যাক্তির কাছ থেকে তিনটি দেশি পাইপগান ও চার রাউন্ড গুলি পাওয়া যায়। ধৃত ওই ব্যাক্তিকে জঙ্গিপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হলে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়।
তবে বিধানসভা ভোটের কয়েক সপ্তাহ আগে সাগরদীঘি থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট ওই থানার পুলিশমহলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এমনিতেই ভোটের আগে এই জেলার রাজনীতির উত্তাপ যথেষ্ট বেশি। ফলে কোথায় আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল, কীভাবে তা নিয়ে আসা হয়েছিল, এই সব যাবতীয় বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সাগরদীঘি থানার পুলিশ।