দক্ষিণী মেগাস্টার নাগার্জুনের ছেলে তারকা অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে শেষ হয়ে গিয়েছে চার বছরের দাম্পত্য। তাঁর ও নাগার প্রেম ছিল দক্ষিণী ছবির দুনিয়ায় বহুলচর্চিত। একসময়ের ‘পারফেক্ট কাপল’-এর প্রেমেও যে আসতে পারে দূরত্ব তা বোধহয় ভাবতে পারেননি সামান্থা নিজেও। নাগাচৈত্যনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সামান্থার স্বীকারোক্তি, ‘ভেবেছিলাম মরে যাব…।’ না, তিনি হেরে যাননি বরং ফিরে এসেছেন দ্বিগুণ মনোবল নিয়ে। বিচ্ছেদ, বিচ্ছেদ পরবর্তী জীবন নিয়েই এবার অকপটে মুখ খুললেন সামান্থা রুথ প্রভু। নিজেকে নিয়েও তিনি যে গর্বিত, সাক্ষাৎকারে জানিয়েছেন সে কথাও।
ওই সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছেন, “আমি জানি এত কিছুর পরেও জীবন থেমে থাকে না। যা যা সমস্যা দেখা দিয়েছে আমার জীবনে সেগুলোকে সঙ্গে নিয়েই আমায় বাঁচতে হবে। নিজেকে দেখেই নিজেই চমকে গিয়েছি। এতটা শক্ত আমি! অথচ আমার ধারণা ছিল আমি অনেক বেশি দুর্বল।” এখানেই থেমে থাকেননি ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর প্রশংসিত রাজি। তিনি আরও যোগ করেন, “ভেবেছিলাম বিচ্ছেদ হলে আমি বোধহয় মরেই যাব। কিন্তু আজ দাঁড়িয়ে বলতে পারি আমি অনেক শক্ত একজন মানুষ যে নিজেকে নিয়ে গর্বিত।”