Read Time:1 Minute, 23 Second
এবার মাতুয়া ধাম সফরে নরেন্দ্র মোদি। সামনেই একুশের বঙ্গ ভোট, বাংলায় পদ্মফুল ফোটানোর আশায় একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীর আগমন ঘটছে বাংলায় ।বঙ্গ ভোটের আগে বাংলায় করা হচ্ছে নানান কর্মসূচি।

গতকালই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় এসেছিলেন। তবে বাংলায় সভা করতে এসে মোদি সরকারের শীর্ষ নেতারা ভালই বুঝেছেন যে বাংলায় পদ্মফুল ফোটাতে হলে মাতুয়াদের ছাড়া উপায় নেই, তাই মাতুয়াদের লক্ষ্য করে মাতুয়া ধাম সফরে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেদিকে লক্ষ্য রেখে গোটা বিষয়টি তদারকি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আগামী ২৬ এবং ২৭ মার্চ বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিনের কর্মসূচি অনুসারে বঙ্গবন্ধু মুজিবুর রহমানে জন্মভিটে, বাঘাযতীনের পৈতৃক ভিটেতে যাবেন মোদী।