“এই পদক্ষেপের বিচার ভবিষ্যতে হবে।” মুকুলের সিদ্ধান্তে বললেন জয় প্রকাশ। এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 58 Second

সদ্য দল পরিবর্তন করলেন, মুকুল রায়। যদিও ইতিমধ্যেই সাংবাদিক বৈঠকের মাধ্যমে , বিজেপির তরফ থেকে বার্তা দিয়ে জানানো হয়েছে, বিজেপিতে মুকুল রায়ের এই দল পরিবর্তন নিয়ে খুব একটা চিন্তিত নয় পদ্মফুল শিবির। ইতিমধ্যেই মুকুল রায়ের এই সিদ্ধান্তে কটাক্ষ করতে দেখা দিয়েছে জয় প্রকাশকেও। প্রসঙ্গত উল্লেখ্য ২০২১ বিধানসভা, নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক পথে জয়লাভ করেছিলেন মুকুল রায় পরবর্তীতে দলের একাধিক গুরুত্বপূর্ণ বসানো হয়েছিল তাঁকে। তাই আগামী দিনে,তৃণমূলে যোগদান করা মুকুল রায় দলের তরফে দেওয়া সমস্ত গুরুত্বপূর্ণ পদ ছাড়বেন বলেই আশাবাদী জয় শংকর।

জয় প্রকাশ বললেন,“তৃণমূল খতম করার রাজনীতি শুরু করেছে। বিজেপিকে খতম করতে চাইছে। এই রাজনীতির সঙ্গে আমরা পরিচিত। মুকুলবাবু হয়তো দু’ঘণ্টায় ওই রাজনীতি বুঝে গিয়েছেন তাই খতম করার কথাই বলছেন। বাংলায় তো এখন শুধুই লাশের মিছিল।” সাংবাদিক বৈঠকে জয়প্রকাশ আরও বললেন,”উনি দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। দলের টিকিটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনের বিধায়ক হয়েছেন। আশা করি উনি দ্রুতই সব পদ ছা়ড়বেন।মুকুল রায় সব সময় ক্ষমতা বোঝেন। যেখানে ক্ষমতা সেখানে থাকতেই ভালবাসেন। ওনাকে কোনওদিনই ব্যক্তিগতভাবে আমি পছন্দ করতাম না।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় বরখাস্ত করা হল কোচকে।এম ভারত নিউজ।

টোকিও অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় ভারতীয় গ্রেকো-রোমান কুস্তিগিরদের জর্জিয়ান কোচ টেমো কাসারাশভিলিকে বরখাস্ত করা হল স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার তরফে।টোকিও অলিম্পিক শুরু হতে এখনও বাকি ৪২ দিন। আর তার আগেই, বিভিন্ন খেলার ১০০ জন অ্যাথলিট টোকিও অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি আগামী দিনগুলিতে আরও […]

Subscribe US Now

error: Content Protected