লোকসভায় পাশ জম্মু-কাশ্মীর সংরক্ষণ, পুনর্গঠন বিল। এম ভারত নিউজ

admin

মোদি সরকারের কাশ্মীর নীতির সমালোচনা করে এদিন অধিবেশন বয়কট করে

0 0
Read Time:2 Minute, 41 Second

লোকসভায় পাশ হয়ে গেল জম্মু-কাশ্মীর বিল। বিরোধীরা মোদি সরকারের কাশ্মীর নীতির সমালোচনা করে এদিন অধিবেশন বয়কট করে। আগেই কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার লোকসভায় বিলটি পেশ করেন। এই বিলে জম্মু-কাশ্মীর বিধানসভায় পাক অধিকৃত কাশ্মীর থেকে বিতাড়িতদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে।

বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘ পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়।’ একই সঙ্গে তিনি বলেন, পাক  অধিকৃত কাশ্মীরের জন্য জম্মু ও কাশ্মীর বিধানসভায় ২৪টি আসন আমরা সংরক্ষিত রেখেছি। কারণ ওটা আমাদের জায়গা।’ শাহ বলেন, কাশ্মীরের পুরোটাই আজ ভারতের দখলে থাকত। নেহরুজি দুটি ভুল করেছিলেন। এক, তিনি যুদ্ধ বিরতির প্রস্তাবে রাজি হয়ে যান। দুই, কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রসংঘে আলোচনায় রাজি হন। তবে যেকোনো ইস্যুতে নেহেরুকে কটাক্ষ করা শাহ কিংবা মোদির কাছে নতুন কিছু নয়। অতীতে তিনি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার জম্মু কাশ্মীর নিয়ে নেহেরুকে কাঠগড়ায় তুলেছেন। তাঁকে দায়ী করেছেন চিন নীতি নিয়েও।

শাহের এই ঘোষণার পরেই লোকসভার ট্রেজারি বেঞ্চ থেকে জয়ধ্বনি উঠতে শুরু করে। বিজেপি সাংসদরা হাততালিতে সভা ভরিয়ে দেন। সেই সময়ে শাহ বলেন, ‘মনোনীত সদস্যদের তালিকায় পাক অধিকৃত কাশ্মীরের এক জন প্রতিনিধিকেও রাখা হচ্ছে। অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের জন্য বিধানসভায় মোট ২৫ সদস্যের আসন সংরক্ষিত রাখা হচ্ছে।’ বলে আগাম জানান শাহ।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ঘূর্ণিঝড় মিগজাউমের জের, লণ্ডভণ্ড চেন্নাই। এম ভারত নিউজ

বৃহস্পতিবারেও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল-কলেজগুলিকে

Subscribe US Now

error: Content Protected