পুলিশের বিরুদ্ধে এবার শ্লীলতাহানির অভিযোগ প্রিয়াঙ্কার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 41 Second

৩০ শে সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রের উপ নির্বাচন। তার আগেই তৃণমূল বিজেপি সংঘাত চরমে। এবার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ট্রিবেওয়াল। উল্লেখ্য গতকাল মগরাহাটের মৃত বিজেপি কর্মী মানস সাহার দেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রওনা হয়েছিল বিজেপি কর্মীদের একটি মিছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সভাপতি সুকান্ত মজুমদার ,বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ট্রিবেওয়াল প্রমুখ। পুলিশের বিরুদ্ধে প্রিয়াঙ্কা অভিযোগ করেন,মিছিলে থাকা বিজেপির মহিলা কর্মীদের সাথে অভব্য আচরণ করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। এমনকি ডিসি সাউথ নিজে তার হাত ধরে টানেন। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ওই ভিডিও।অন্যদিকে পুলিশের পাল্টা অভিযোগ ১৪৪ ধারা অমান্য করে সোজা মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল মিছিল। স্বাভাবিক ভাবেই একটা বচসা তৈরি হয় কিন্তু শারীরিক নিগ্রহের ঘটনা মিথ্যে।

এদিকে এই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। নির্বাচনের আগেই প্রশাসনের এমন অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। সুকান্ত মজুমদারকেও শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। উল্লেখ্য মগরাহাটের বিজেপি প্রার্থী মানস সাহা আততায়ীদের গুলিতে গুরুতর জখম হন। পরে তার মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনায় শাসকদলের দিকে আঙ্গুল তুলেছে বিজেপি। এবার রাজ্যের পুলিশি নিরাপত্তা নিয়ে ফের গলা তুলেছে তারা। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন রাজ্যের বিজেপি নেতৃত্ব। এদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ স্রেফ প্রচারের আলোকে আসতেই এসব ফন্দি আঁটছে বিজেপি

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ক্ষমতা হারাচ্ছে করোনা, জানালেন অক্সফোর্ডের গবেষক । এম ভারত নিউজ

গত ২ বছর ধরে মারণ করোনা ভাইরাসের দাপটে অস্থির গোটা বিশ্ব। জিনগত তারতম্যের কারণেই ক্ষমতা হারাচ্ছে এই ভাইরাস। অক্সফোর্ড – অ্যাস্ট্রোজেনেকার একদল গবেষক সম্প্রতি আশার আলো দেখিয়েছেন। গবেষক ডেম সারা গিলবার্ট জানিয়েছেন,করোনা ভাইরাসের নতুন প্রজাতিগুলো ততটা শক্তিশালী নয়। তাদের মারণ ক্ষমতা অনেক কম। ব্রিটিশ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি […]

Subscribe US Now

error: Content Protected