আজ সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত হিঙ্গলগঞ্জের কালীতলা পঞ্চায়েতের সামসেরনগর-সংলগ্ন মাঠে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভার আগে সেখানকার বনবিবির মন্দিরে পুজো দেওয়ারও কথা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর।
এদিন বসিরহাটেও সভা করার কথা আছে তাঁর। সভার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করার কথা আছে। সেই বৈঠকে তিনি সুন্দরবন ও বসিরহাটকে নতুন দু’টি জেলা হিসেবে ঘোষণা করতে পারেন বলে জল্পনা হয়েছে। এদিন বাদুড়িয়া ব্লকের বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে সিজারিয়ান বিভাগের সূচনা করবেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী লক্ষ্মীশ্রী, খাদ্যসাথী, জয় জোহার, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, আর্টিজান ক্রেডিট কার্ড সমেত আরও অন্যান্য সরকারি পরিষেবাও প্রদান করা হবে। পাশাপাশি এইসব অঞ্চলের একাধিক প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাসও করবেন তিনি। হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় বহু রাস্তা ভেঙে গেছে, নদী-বাঁধ খারাপ,পানীয় জলের অভাবের মতো অভিযোগ রয়েছে।
আর্সেনিকমুক্ত পানীয় জলেরও ব্যবস্থা নেই সেরকম। এ’দিনের আলোচনা সভায় এইসব বিষয়ও উঠে আসতে পারে। পঞ্চায়েত ভোটের আগে মোটামুটি একগুচ্ছ কাজ হাতে নিয়ে সুন্দরবন সফরে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী। কালীতলা পঞ্চায়েতের মতো এত প্রত্যন্ত একটি গ্রামে মুখ্যমন্ত্রীর আসা নিয়ে যথেষ্টই উচ্ছস্বিত সেখানকার সাধারণ মানুষ। দলনেত্রীর জন্য অপেক্ষায় সুন্দরবনবাসী।
আরও পড়ুন