এখনই দেশজুড়ে আপাতত চালু হচ্ছে না এনআরসি। তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে এমনটাই জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সংসদে মোদি সরকারের অন্যতম গুরুত্বপূর্ন মন্ত্রীর এহেন মন্তব্যের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই প্রসঙ্গে সমালোচকদের একাংশের দাবি, ২০১৯ সালে এটা নেহাতই একটি গিমিক ছিল মোদী সরকারের। এনআরসি আইন চালুর এখনও পর্যন্ত কোনওরকম প্রস্তুতিই নেয়নি কেন্দ্র। ২০১৯ সালে সংসদে বিতর্কিত এই বিল পাশ হওয়ার পরেই আইনে পরিণত হয় এনআরসি বিল। তারপর থেকেই গোটা দেশজুড়ে শুরু হয় তুমুল আন্দোলন। সেই আন্দোলনের জেরে মুখ পোড়ে মোদী সরকারেরও। কেন্দ্রীয় সরকারের প্রতি আন্দোলনকারীদের প্রশ্ন ছিল বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা শরণার্থীই কেন এহেন আইনের আওতায় আসবেন না? কেন এই আইন থেকে শুধুই বেছেবেছে বাদ দেওয়া হল মুসলমানদের? এই প্রসঙ্গেই উত্তাল হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে বলিউড। যদিও অভিযোগ, কোনও আন্দোলনকেই অবশ্য কখনই গুরুত্ব দেয়নি এই সরকার।
তবে কবে থেকে দেশে কার্যকর হবে এই এনআরসি , এই প্রশ্নে বরাবরই অপ্রস্তুত হয়ে হোঁচট খেয়েছে মোদি সরকার। ফলে কবে থেকে দেশজুড়ে এনআরসি কার্যকর হতে চলেছে, সেই সম্পর্কে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই বিষয়ে স্পষ্ট ধারণা চান তৃণমূল কংগ্রেস সাংসদ। এই প্রশ্নের জবাবে অমিত শাহের মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, “জাতীয় স্তরে এনআরসি কার্যকর করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের।” সরকারের এই জবাবের পর থেকেই ফের আলোড়ন শুরু হয় দেশজুড়ে।