প্রথমবার দেশে দৈনিক করোনা আক্রান্ত ২ লক্ষ| এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 32 Second

করোনা সংক্রমণের হার বাড়ছে দ্বিগুন গতিতে, আতঙ্কের মধ্যেই শুরু হচ্ছে বাঙালির নতুন বছর। করোনা গত বছরের দৃশ্যকে আবারও হাজির করেছে আমাদের সামনে, যদিও লাগামছাড়া জীবনযাপনে আমরাই করোনাকে আহ্বান করেছি| এবার সর্বকালের সব রেকর্ড ভেঙে দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন নজির গড়ল ভারত। এই প্রথমবার একদিনে দেশে করোনায় আক্রান্ত হলেন ২ লক্ষ মানুষ! শুধু ভারতের নয়, এটা গোটা বিশ্বের নিরিখেই রেকর্ড| এই রেকর্ড বৃদ্ধির জেরে বাড়ছে অ্যাকটিভ কেসও। এদিন আরও একবার দৈনিক অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে লক্ষাধিক হল|

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ১৬ হাজার বেশি। এই সংখ্যাটা দেশের সর্বকালের সর্বোচ্চ। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লক্ষ ৭৪ হাজার ৫৬৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ১২৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জনের। যা সাম্প্রতিক অতীতে সর্বোচ্চ।গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৯৩ হাজার ৫২৮ জন। দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়াল ১৪ লক্ষ ৭১ হাজার ৮৭৭ জন।দেশে আজকের নিয়ে পরপর দুদিন দৈনিক অ্যাকটিভ কেস বাড়ল এক লক্ষের বেশি। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ২৪ লক্ষ ২৯ হাজার ৫৬৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকা পেয়েছেন ১১ কোটি ৪৪ লক্ষ ৯৩ হাজার ২৩৮ জন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা রুখতে উদ্যোগী কলকাতা পুলিশ, মাস্ক না পরায় একদিনে ১৬৭ জন ধরা পড়ল| এম ভারত নিউজ

দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়ছে| করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে কলকাতাতেও। করোনা সংক্রমণ রুখতে চৈত্র সংক্রান্তির দিন থেকেই কলকাতার প্রত্যেকটি বাজারে পুলিশের তরফ থেকে প্রচার শুরু হল। মাইক নিয়ে করোনা সম্পর্কে সতর্কীকরণের প্রচার শুরু হয়েছে। সেই সঙ্গে মাস্ক না পরায় ধরপাকড়ের উপর আরও গুরুত্ব দিল পুলিশ। বুধবার মাস্ক না পরার অভিযোগে দেড়শো […]

You May Like

Subscribe US Now

error: Content Protected