বরাতজোরে প্রাণে বাঁচলেন ইরাকের প্রধানমন্ত্রী। এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 14 Second

একেই বলে বরাতজোরে রক্ষা, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি। জানা যাচ্ছে গতকাল রাত্রে প্রধানমন্ত্রীর বাসভবনকে কেন্দ্র করেই ড্রোন হামলা চালায় আততায়ীরা। মূলত সেদেশের প্রধানমন্ত্রীকে খুনের চেষ্টা করা হয়েছিল কোনও এক জঙ্গী গোষ্ঠীর তরফে। আর সেই কারণেই তাঁর গ্রীন জোনের বাসভবনকে বিস্ফোরক বোঝাই ড্রোনের মাধ্যমে নিশানা করা হয়। ভাবতে অবাক লাগলেও সত্যি, কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরণ বোঝাই ড্রোন পাঠায় আততায়ীরা। তবে অক্ষত রয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী। ইতিমধ্যে ইরাকে সামরিক বাহিনীর তরফে এই হামলা বানচাল হওয়ার কথা জানানো হয়েছে। আর তারপরই নিজের টুইটার হ্যান্ডেল থেকে সুস্থ থাকার বিষয়টিও তুলে ধরে টুইট করেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য ,উক্ত ড্রোন হামলার ঘটনায় প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমির কোনও ক্ষতি না হলেও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন ইতিমধ্যেই। সে দেশের বিখ্যাত এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে, বাগদাদের এই গ্রীন জোনে পরপর বেশ কয়েকটি গুলির আওয়াজ শোনা যায়। এছাড়াও এই এলাকাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়া আমেরিকা এবং বেশ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ দূতাবাস রয়েছে। উল্লেখ্য এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করা হয়নি কোন জঙ্গি সংগঠনের তরফে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেশের সম্পূর্ণ টিকাকরণের পথে লাক্ষাদ্বীপ। এম ভারত নিউজ

করোনা মোকাবেলায় নয়া সাফল্য লাক্ষাদ্বীপের । ইতিমধ্যে দেশের টিকাকরণের নজিরে অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চল গুলির তুলনায় এগিয়ে রয়েছে লাক্ষাদ্বীপ । তবে এবার নয়া রেকর্ড গঠন করতে উঠে পড়ে লেগেছে এই কেন্দ্রশাসিত অঞ্চল। ইতিমধ্যেই ১০০% টিকাকরণ শেষ করতে চলেছে, এই কেন্দ্রশাসিত অঞ্চল। জানা যাচ্ছে, দেশের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে […]

Subscribe US Now

error: Content Protected